প্রধান কোচ টিটুকে বরখাস্ত করলো চট্টগ্রাম আবাহনী
৩ জানুয়ারি ২০১৮ ১৯:৩৫
স্টাফ করেসপন্ডেন্ট
লিগের দুই ম্যাচ বাকী থাকতেই দেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ সাইফুল বারী টিটুকে প্রধান কোচের দায়িত্ব বরখাস্ত করেছে চট্টগ্রাম আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ফুটবল) ২২ রাউন্ড শেষে টিটুকে দায়িত্ব থেকে বরখাস্তের সিদ্ধান্ত নিশ্চিত করেছে ক্লাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
১৭ রাউন্ড পর্যন্ত শীর্ষে থাকা বন্দরনগরীর দলটি হঠাৎ ছন্দপতনে এখন লিগ টেবিলের শীর্ষস্থান চ্যুত হয়েছে। তিনে অবস্থান করছে তারা। শেষ তিন ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে হার, ব্রাদার্সের সঙ্গে ড্র আর শেখ জামালের কাছে বড় ব্যবধানে হেরে লক্ষ্যচ্যুত চট্টগ্রাম আবাহনী আজ বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্তের কথা সাইফুল বারী টিটুকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে জানা গেছে।
টিটুর পরবর্তীতে কোচের দায়িত্ব পালন করবেন দলের সহকারি কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। লিগের বাকী দুটি ম্যাচ দায়িত্ব পাচ্ছেন তিনি। শেষ দুই ম্যাচ সাই স্পোর্টিং ক্লাব ও আবাহনীর বিপক্ষে খেলবে চট্টগ্রমা আবাহনী।
সারাবাংলা/জেএইচ