Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিন ক্রিকেটার


৯ অক্টোবর ২০১৮ ১২:৫০

।। স্পোর্টস ডেস্ক ।।

আরব আমিরাতে এবার এশিয়া কাপ আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে হংকং। তবে বেশ চমক দেখিয়েছে দলটি। কিন্তু এবার ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে দেশটির তিন খেলোয়াড়ের বিরুদ্ধে।

হংকংয়ের হয়ে এবার এশিয়া কাপে নেমেছিলেন বাঁহাতি স্পিনার নাদিম আহমেদ। ভারতের বিপক্ষে ম্যাচেও ছিলেন এই স্পিনার। তবে সোমবার (৮ অক্টোবর) তার বিরুদ্ধে অভিযোগ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি)। নাদিম ছাড়াও অভিযুক্তদের তালিকায় আছেন আরো দু’জন। বাকি দুই ক্রিকেটার হলেন ইরফান আহমেদ ও হাসিব আমজাদ। পাকিস্তানের বংশোদ্ভূত এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে সুনির্দিষ্ট ১৯টি অভিযোগ আনা হয়েছে।

তবে এই অভিযোগ এশিয়া কাপে নয়, ২০১৪ ও ২০১৬ সালে বেশক’টি ম্যাচে ফিক্সিংয়ের কারণেই এই অভিযোগ এসেছে। এবারের এশিয়া কাপে নাদিম খেললেও ২০১৪ সালে স্কটল্যান্ড ও কানাডার বিরুদ্ধে ফিক্সিং অভিযোগ ওঠার পর থেকে আর খেলা হয়নি হাসিবের। অন্যদিকে, একই বছর (২০১৪ সাল) জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল ইরফানের। ২৮ বছর বয়সি ইরফানের বিরুদ্ধে নয়টি ও নাদিম এবং হাসিবের বিরুদ্ধে পাঁচটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

আর এই অভিযোগের ভিত্তিতে আইসিসি জানিয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যেই অভিযোগের বিষয়ে উত্তর দিতে হবে নাদিম ও হাসিবকে।

সারাবাংলা/এসএন

ইরফান আহমেদ নাদিম আহমেদ ম্যাচ ফিক্সিং হংকং হাসিব আমজাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর