Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিপিএলের তারিখ সরানোর কোনো কারণ নেই’


৯ অক্টোবর ২০১৮ ১৬:৫৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

৫ জানুয়ারি বিপিএল শুরু হওয়ার কথা। তার আগের সপ্তাহেই হতে পারে জাতীয় নির্বাচন। কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলে বিপিএল ঠিক সময়ে হবে কি না সেটা নিয়েও আছে প্রশ্ন। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মঙ্গলবার (৯ অক্টোবর) বললেন, বিপিএল নির্বাচনের জন্য পিছিয়ে গেছে ব্যাপারটা এমন নয়। বরং ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সিরিজের জন্য পিছিয়ে গেছে। আর সবকিছু ঠিক থাকলে নির্দিষ্ট সময়েই বিপিএল হবে বলে আশা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এমনিতে নভেম্বর-ডিসেম্বরে বিপিএল হওয়ার কথা থাকলেও এই বছর সেটা পিছিয়ে গেছে জানুয়ারিতে। সাধারণ নির্বাচনের কথা বলা হলেও নাজমুল হাসান সেটা অবশ্য মানলেন না, ‘নির্বাচনের জন্য আমরা ওয়েট করব না। জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের জন্য আগেই কমিটেড ছিলাম, আসলে নির্বাচনের জন্য না। ডিসেম্বরে হতে পারত বিপিএল, কিন্তু তখন প্লেয়ার পেতাম না। কিছু ইস্যু আছে। আমার মনে হয় না, নির্বাচনের জন্য সূচি চেঞ্জ করব। আমার মনে হয়, এক দুই দিনের জন্য ডেট চেঞ্জ হতে পারে। নির্বাচনের জন্য আটকাবে না। এ ছাড়া বাকি সব ঠিক আছে।’

কোনো কারণে যদি নির্বাচন পিছিয়ে যায়, বিপিএল নিয়ে শঙ্কা জাগবে। তার ওপর নির্বাচনের পর বিদেশী-দেশী খেলোয়াড়দের ঠিকমতো নিরাপত্তা দেওয়া যাবে কি না এই প্রশ্নও আছে। নাজমুল হাসান মনে করছেন, সবকিছু ঠিক সময়েই হয়ে যাবে, ‘ক্রিকেট আজকে যে জায়গায় এসেছে, তাতে আমরা সবার সমর্থন পাচ্ছি। আমাদের একটা খেলা ছিল বিপিএলে চিটাগং। আমি ল্যান্ড করার সাথে সাথে হরতাল উইথড্র। বিরোধী দলও ক্রিকেটকে ছাড় দিয়ে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী খেলার জন্য পাগল। সমস্যা তো থাকবেই। আমার ধারণা, সবার সহযোগিতা পাব। সবাই আমাদের যে সমর্থন দিচ্ছে, এটা পেলে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। এটা নিয়ে চিন্তা করে খেলাধূলা পেছাতে যাব না। ৫ তারিখ থেকে সরানোর কোনো কারণ নেই। এর মধ্যে যদি ইলেকশনের ডেট পড়ে যায়, তেমন কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না হলে সেটা থেকে সরব না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এসএন

নাজমুল হাসান পাপন বিপিএল বিপিএলের সূচি বিসিবি সভাপতি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর