Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুক্তির শেষ পর্যন্ত থাকার ইচ্ছে আগুয়েরোর


৪ জানুয়ারি ২০১৮ ১১:২৫

সারাবাংলা ডেস্ক

ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর চুক্তির মেয়াদ শেষ হবে ২০২০ সালে। এর আগেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে। তবে, ম্যানচেস্টার সিটিতে ২০২০ সাল পর্যন্ত থাকার প্রত্যাশা আগুয়েরোর। নিজের ভবিষ্যত ক্লাবের উপর নির্ভর করছে বলে জানালেন এই ফরোয়ার্ড।

লিগের এ মৌসুমে এখন পর্যন্ত ১৭ ম্যাচে ১৩ গোল করা আগুয়েরো জানান, ‘আমি মনে করি, ২০২০ পর্যন্ত এখানে ভালো সময় কাটবে। এখানেই আমার চুক্তি শেষ করার আশা রয়েছে। এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। এরপর দেখবো কী হয়।’

আর্জেন্টাইন এই তারকা আরও জানান, ‘অবশ্যই, আমার পরিকল্পনা ক্লাব বদল নয়। আগেও বলেছি, শেষ সিদ্ধান্তটা কিন্তু ক্লাবের। একমাত্র তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কারণ, ক্লাবই এসব ব্যাপারে সিদ্ধান্ত নেয়। তারাই বলে, আপনাকে যেতে হবে না থাকতে হবে। ক্লাবের সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রয়েছে।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর