শুক্রবার মাঠে নামছেন বোল্ট!
১১ অক্টোবর ২০১৮ ১২:৪৯
।। স্পোর্টস ডেস্ক ।।
গত আগস্টে প্রথমবারের মত মেরিনার্সের হয়ে ফুটবল মাঠে নেমেছিলেন অলিম্পিকে আটবারের স্বর্ণজয়ী গতিদানব খ্যাত উসাইন বোল্ট। সেবার বদলি হিসেবে মাঠে নেমে ২০ মিনিট খেলেছেন তিনি। শুক্রবার (১২ অক্টোবর) আবারো মাঠে নামার সুযোগ পেতে পারেন এই দৌড়বিদ।
অস্ট্রেলিয়ান ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে ম্যাকার্থার সাউথ ওয়েস্ট ইউনাইটেডের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার সুযোগ থাকছে বোল্টের। এই ম্যাচের আগে মেরিনার্সের কোচ মাই মালভি জানিয়েছেন, ম্যাচের শুরুর একাদশে সুযোগ দেওয়া হতে পারে বোল্টকে।
দলের প্রথম একাদশে খেলার সুযোগ পাওয়ার কথা শুনে বেশ খুশিই হয়েছেন বোল্ট, ‘আমার জন্য এটা বেশ ভাল সুযোগ। কোচ যখন আমার ফিটনেসে সন্তুষ্ট হয়ে প্রথম একাদশে সুযোগ দেওয়ার কথা ভাবছেন, তার মানে এটা আমার জন্যে অনেক বড় ব্যাপার। আমি বেশ খুশি, সুযোগ পেলে নিজের সেরাটাই দিতে চাইবো।’
সাউথ ওয়েস্ট ইউনাইটেডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মেরিনার্স কোচ বলেন, ‘তাকে (বোল্ট) শুরুর একাদশে খেলার সুযোগ দেয়া যায়, কারণ তার ফিটনেস ভালো। তবে সেটা ম্যাচেই দেখা যাবে। এখন শুধু বলবো, শুরুর একাদশে খেলার সম্ভাবনা আছে তার।’
আগস্টের পর থেকে মাঠে নামার সুযোগ খুঁজে চলেছেন ৩২ বছর বয়সি বোল্ট। যে কারণে ফিটনেস টিকিয়ে রাখতে বেশ ঘাম ঝরিয়েছেন তিনি। শুক্রবারের ম্যাচে ভালো খেলতে পারলে হয়তো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আগামী মৌসুমে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে খেলার সুযোগ পাবেন এই অ্যাথলেটিকস কিংবদন্তি।
শুক্রবার (১২ অক্টোবর) সিডনির ক্যাম্পবেলটাউনে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার লিগ ‘এ’র নতুন মৌসুম।
সারাবাংলা/এসএন
অস্ট্রেলিয়া 'এ' লিগ উসাইন বোল্ট সাউথ ওয়েস্ট ইউনাইটেড সেন্ট্রাল কোস্ট মেরিনার্স