Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক মাসের সফরে শ্রীলঙ্কা যাচ্ছে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল


১২ অক্টোবর ২০১৮ ১২:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের ক্ষতটা এখনো তাজা। তবে এসব ভুলেই বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল আবার নেমে পড়েছে মাঠে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলছে অনুশীলন। সামনেই শ্রীলঙ্কায় লম্বা সিরিজ খেলতে যাচ্ছে দল, আজ সেটির দলও ঘোষণা করা হয়েছে।

এশিয়া কাপে যে দলটি খেলেছে, তার বেশির ভাগ সদস্যই দলে জায়গা পেয়েছেন। অধিনায়ক আছেন তৌহিদ হৃদয়, এশিয়া কাপে আলো ছড়ানো শরিফ্ল, রিশাদ, শামীম ও আকব আলীরা আছেন এবার। প্রায় এক মাসের সফরে দুইটি চার দিনের ম্যাচের পাশাপাশি খেলবে পাঁচটি ওয়ানডেতে। ১৭ অক্টোবর থেকে প্রথম চার দিনের ম্যাচ হবে কলম্বোর এনসিসি মাঠে। পরের চার দিনের ম্যাচটি হবে কাতুনায়েকের এমসিজি মাঠে। পাঁচটি ওয়ানডের প্রথম তিনটি হবে ডাম্বুলায়, পরের তিনটি হবে কাতুনায়েকেতে।

বিজ্ঞাপন

বাংলাদেশ দলঃ তৌহিদ ঋদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাজিদ হোসেন সিয়াম, মোহাম্মদ প্রান্তিক নওরোজ নাবিল, অমিত হাসান, শামীম হোসেন, আকবর আলী, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, আসাদুল্লাহিল গালিব, শাহীন আলম

স্ট্যান্ডবাইঃ প্রিতম কুমার, শাহাদাত হোসেন, অভিষেক দাস, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান।

সারাবাংলা/ এএম

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর