ম্যাচ পাতানোর অভিযোগ উড়িয়ে দিল পিএসজি
১৩ অক্টোবর ২০১৮ ১৩:১৪
।। স্পোর্টস ডেস্ক ।।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রেড স্টার বেলগ্রেডগে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ৩ অক্টোবর হয়ে যাওয়া সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন নেইমার। এবার সেই ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে নেইমারের ক্লাব পিএসজি ও সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেড।
ম্যাচে নেইমারের হ্যাটট্রিক ছাড়াও গোল করেন এডিনসন কাভানি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও কিলিয়ান এমবাপে। রেড স্টারের হয়ে সেদিন গোল করেন জার্মানি জাতীয় দলের সাবেক মিডফিল্ডার মার্কো মেরিন।
ফরাসি গণমাধ্যম লা ইকুইপ জানিয়েছে, ম্যাচটি পাতানো ছিল। এ নিয়ে তদন্ত শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ (পিএনএফ)। রিপোর্টে বলা হয়, রেড স্টারের এক কর্মকর্তা এই ম্যাচ ঘিরে মোটা অঙ্কের বাজি ধরেছেন। ৫ গোল ব্যবধানে নিজ দলের হারের পক্ষে তিনি বাজি ধরেছিলেন প্রায় ৫ মিলিয়ন ইউরোর (৮.১৪ পাউন্ড)। ম্যাচে ৫ গোলেই হেরেছিল রেড স্টার (৬-১)।
তবে অভিযোগ অস্বীকার করেছে দুটি ক্লাবই।
এক বিবৃতিতে রেড স্টার জানিয়েছে, ‘এফসি রেড স্টার ম্যাচ পাতানোর এই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করছে। এই প্রতিবেদনের কারণে আমাদের ক্লাবের সুনামের বড় ধরণের ক্ষতি হতে পারে। যে কারণে আমরা চাইবো সার্বিয়া ও ফ্রান্স এই অভিযোগের তদন্ত করুক এবং সত্য উঠে আসুক।’
প্রযুক্তিগত উন্নয়নের কারণে এই সত্য উঠে আসাটাও সহজ হবে বলে মনে করছে রেড স্টার, ‘প্রযুক্তির উন্নয়নে এধরণের কাজ করে বেঁচে যাওয়া অসম্ভব। রেড স্টার আশা করছে খুব তাড়াতাড়িই সব সন্দেহ দূর হবে।’
বিবৃতি দিয়েছে পিএসজিও, ‘প্যারিস সেইন্ট জার্মেই খেলার প্রতি শ্রদ্ধাশীল। প্রতিযোগিতা দিয়ে খেলাই ক্লাবটি মূল লক্ষ্য। এমন অভিযোগের সঙ্গে এই ক্লাব কোনোভাবেই জড়িত নয়।’
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ‘সি’ তে ২ ম্যাচ খেলে লিভারপুলের সমান পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে পিএসজি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। ২ ম্যাচে দুটিতেই জয় তুলে শীর্ষে আছে নাপোলি। আর ১টি ড্র ও ১টি হেরে চারে আছে রেড স্টার।
সারাবাংলা/এসএন