Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে সাইফ উদ্দিন ফিরলেন দলে…


১৩ অক্টোবর ২০১৮ ১৬:৫৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

একজন পেস অলরাউন্ডারের জন্য বাংলাদেশের হাপিত্যেশ অনেক দিনের। সামনের বছর ইংল্যান্ডে বিশ্বকাপ, তার আগে একজন পেস বোলিং অলরাউন্ডার খুব করেই খুঁজছে বাংলাদেশ। একটা সময় ফরহাদ রেজা থেকে শুরু করে কয়েকজনকে বাজিয়ে দেখা হলেও কেউই থিতু হতে পারেননি দলে। সাইফ উদ্দিনও যেমন সুযোগ পেয়ে সেভাবে কাজে লাগাতে পারেনি। তবে জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডেতে আরও একটা সুযোগ পাচ্ছেন সাইফ।

বিজ্ঞাপন

শনিবার (১৩ অক্টোবর) মিরপুরে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার নিশ্চিত করেছেন, ৭ নম্বরে মোটামুটি ব্যাট করতে পারেন এরকম একজন বোলারকেই তারা জিম্বাবুয়ে সিরিজে বাজিয়ে দেখতে চেয়েছেন।

যদিও বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলে, ৭ নম্বরে একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানকে খেলানো হয়েছে বেশি। একটা সময় সাব্বির রহমান খেলেছেন, এশিয়া কাপে মোসাদ্দেক হোসেন সৈকত থেকে এমনকি মাহমুদউল্লাহকেও খেলতে হয়েছে সেখানে। হাবিবুল বাশার এবার চাওয়াটা পরিষ্কার করেই বললেন, ‘দেখুন, ৭ নম্বরে আমরা একজন বোলিং অলরাউন্ডারের খোঁজে ছিলাম। আপনি যেই দুজনের নাম নিয়েছেন তারা কিন্তু মূলত ব্যাটিং অলরাউন্ডার। তাদের কাছ থেকে আমরা প্রথমে ব্যাটিং ও পরে বোলিং আশা করি। ৭ নম্বরে আমাদের আসলে বোলিং অলরাউন্ডার দরকার, যে মূলত বোলিং করে থাকেন, সাথে ব্যাটিংটা করতে পারবেন। এই জন্য আমরা সাইফ উদ্দিনকে এই সিরিজে নিয়েছি।’

জিম্বাবুয়ে সিরিজেই পরীক্ষা নিরীক্ষা করার জন্য ভালো উপলক্ষ, সেটাও বললেন হাবিবুল, ‘আমরা এখন পর্যন্ত ৭ নম্বরে যাকেই খেলিয়েছি, সবাই মূলত ব্যাটিং অলরাউন্ডার ছিল। এবার আমরা একটু পরিবর্তন করতে যাচ্ছি। এবার বোলিং অলরাউন্ডার চাচ্ছি, সেই জন্য সাইফ দলে। আমরা একটু দেখতে চাচ্ছি, এই সিরিজটা আমাদের দেখার সুযোগ। যখন আমরা বাইরে খেলতে যাব, তখন আমাদের বোলিং এর দরকার বেশি লাগবে, ব্যাটিং এর তুলনায়। আমাদের নিচের সারির ব্যাটিংটা একটু বেশি বড় হয়ে যায়, ৭ নম্বর পরে আসলে আমাদের খুব একটা ব্যাটিং থাকে না। তাহলে একজন বোলিং অলরাউন্ডার যদি আমরা সেট করতে পারি, তাহলে ভালো হবে।’

বিজ্ঞাপন

কিন্তু ৭ নম্বরে আরিফুল তো ব্যাট করার পাশাপাশি বল করার কাজটাও চালিয়ে নিতে পারেন। ওয়ানডেতে এখনও অবশ্য সেভাবে সুযোগ পাননি। হাবিবুল এখানে ব্যাখ্যা দিলেন, ‘আরিফুল হক কিন্তু এসেছিল বোলিং অলরাউন্ডার হিসেবে। কিন্তু ওভার দ্য ইয়ার্স তার ব্যাটিংটাই বেশি ফোকাস পেয়েছে। আমরা তার কাছ থেকে ১০ ওভার বোলিং এর কথা চিন্তা করতে পারছি না। সে যেই ম্যাচে খেলেছে, খুব একটা বোলিং করার সুযোগ পায়নি। মূলত ব্যাটিং অলরাউন্ডার ক্যাটাগরিতেই খেলেছে আরিফুল। আমরা এমন একজনকে চাচ্ছি, যে কিনা ১০ ওভার বোলিং করতে পারবে ও দরকার হলে ব্যাটিং করবে।’

অবস্থাদৃষ্টে বোঝা যাচ্ছে, সাত নম্বরের জন্য জিম্বাবুয়ে সিরিজে সাইফ উদ্দিনের ভাগ্যে শিকে ছেঁড়ার সম্ভাবনাই বেশি।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর