Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঠিন ছিল রোনালডো-ফিগোদের যুগ


৪ জানুয়ারি ২০১৮ ১৪:৪২ | আপডেট: ৪ জানুয়ারি ২০১৮ ১৪:৪৪

সারাবাংলা ডেস্ক

ফুটবল বোঝেন আর ফুটবলের খবর রাখেন এমন ফুটবলপ্রেমীরা জীবনে এক বার হলেও একটি প্রচলিত বিতর্কে জড়িয়েছেন। শ্রেষ্ঠত্বের প্রশ্নে কে এগিয়ে? লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালডো সেরা ফুটবলার প্রশ্নে বার্সেলোনা তারকা মেসি কিংবা রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো-কাকে এগিয়ে রাখবেন সেই তর্কে যাননি।

দ্য ফেনোমেনন খ্যাত এই কিংবদন্তি ফুটবলার মনে করেন, দু’জনই সেরা তবে মেসি-রোনালদোর এই যুগের চেয়ে তাদের যুগ ছিল বেশি কঠিন।

সাম্প্রতিক সময়ে ফুটবলের সম্ভাব্য সব সাফল্য, সব শিরোপাই নিজেদের করে রেখেছেন মেসি-রোনালদো। ২০০৮ থেকে মেসি ও রোনালদো ছাড়া আর কেউ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিততে পারেননি। ঘুরেফিরে পুরস্কারটি জয়ের লড়াইয়ে ফেভারিট তারাই। মেসি-রোনালদো প্রায় এক দশক ধরে ধারাবাহিকভাবে দুর্দান্ত খেলে যাচ্ছেন। বিশ্ব ফুটবলে গড়েছেন অবিশ্বাস্য এক মানদণ্ড। বর্ষসেরা ফুটবলার হিসেবে গত ১০ বছর তারাই শীর্ষে।

অনেক ফুটবল বোদ্ধাই মনে করেন, মেসি-রোনালদোর এই যুগ হয়তো আগামী ১০০ বছরেও দেখা যাবে না। ব্রাজিল সাবেক তারকা রোনালডো মেসি-রোনালদোকে একপাশে রেখে জানালেন, ‘আমি তাদের প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি, তাদের এই যুগের থেকে আমাদের যুগ ছিল বেশি কঠিন। মেসি-রোনালদোকে ছোটো করে বলছি না, আমাদের যুগে লড়াই করতে হতো একাধিক সেরা ফুটবলারদের বিপক্ষে।’

রোনালডো আরও যোগ করেন, ‘আমাদের যুগে নতুন বছর শুরুর আগে লড়াই হতো বর্ষসেরা ফুটবলার হওয়ার। শিরোপার দিকেও চোখ থাকতো আমাদের। আমার সময় আমি ছাড়াও জিনেদিন জিদান, রিভালদো, লুইস ফিগোরা তো ছিলই পরে এই লড়াইয়ে যোগ দিয়েছিল রোনালদিনহো। এজন্যই বলছি শুধু দু’জনের মধ্যেই না, আরও বেশি খেলোয়াড় বিশ্বসেরা হওয়ায় আমাদের যুগে লড়াইটা হতো সমানে-সমান। আর আমাদের যুগটা তাই এই সময়ের থেকেও কঠিন ছিল।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর