Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াল প্রাধান্য দেবে সেন্টার-ব্যাকে


১৪ অক্টোবর ২০১৮ ১৪:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদকে এই মৌসুমে খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে ইতালির জায়ান্ট জুভেন্টাসে যোগ দেওয়ার পরই স্প্যানিশ ক্লাবটি যেন ছন্দহীন। আক্রমণভাগের খেলোয়াড়রা নিজেদের হারিয়ে খুঁজছে। গত চার ম্যাচে জয়হীন রিয়াল প্রতিপক্ষের জালে কোনো গোল করতে পারেনি। আক্রমণভাগের সঙ্গে ধুঁকছে রিয়ালের মিডফিল্ড।

লা লিগায় রিয়াল আছে চার নম্বরে। শীর্ষে আছে সেভিয়া, পয়েন্ট ১৬। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা ৮ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিনে আছে ৮ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট পাওয়া অ্যাতলেতিকো মাদ্রিদ। আর চারে থাকা রিয়াল ৮ ম্যাচ খেলে পেয়েছে ১৪ পয়েন্ট। এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল গ্রুপ ‘জি‘তে রয়েছে দুই নম্বরে। শীর্ষে আছে ২ ম্যাচের একটিতে জয় আর একটিতে ড্র করা রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কো। আর দুইয়ে থাকা রিয়াল ২ ম্যাচের একটিতে জিতলেও আরেকটিতে হেরেছে।

বিজ্ঞাপন

আগামী দলবদলে তাই রিয়াল প্রাধান্য দেবে মিডফিল্ডে। বিশেষ করে সেন্টার-ব্যাকে। যদিও এই পজিশনে রয়েছেন রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস, রাফায়েল ভারানে। বিকল্প হিসেবে দলে আছেন নাচো ফার্নান্দেজ এবং জেসুস ভালোজো। তারপরও দলের একাধিক সূত্র স্প্যানিশ গণমাধ্যমে জানিয়েছে, সেন্টার-ব্যাককে আরও শক্তিশালী করতে আগামী দলবদলে প্রাধান্য দেওয়া হবে।

এরই মধ্যে রিয়াল চোখ রেখেছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকোর জোসে জিমিনেজ আর লুকাস হার্নান্দেজের দিকে। স্প্যানিশ ক্লাবটি আরও দৃষ্টি রেখেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার ফরাসি তারকা স্যামুয়েল উমতিতির দিকেও। কে আসবে রিয়ালের শিবিরে সেটির জন্য আরও কদিন তো অপেক্ষা করতেই হচ্ছে।

সারাবাংলা/এমআরপি

রিয়াল সেন্টার-ব্যাক স্প্যানিশ ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর