রাজশাহী কিংসে দ. আফ্রিকা-আফগান ক্রিকেটার
১৪ অক্টোবর ২০১৮ ১৮:৫৫
।। স্পোর্টস ডেস্ক ।।
আগামী বিপিএলের কয়েক মাস বাকি থাকলেও এরই মধ্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিরা। জানুয়ারির এই মেগা আসরে অংশ নেবে রাজশাহী কিংস। দল গোছানোর কাজ শুরু করেছে কিংসরাও। আসন্ন আসরে রাজশাহীর হয়ে খেলতে আসবেন দক্ষিণ আফ্রিকার মিডলঅর্ডার ব্যাটসম্যান ক্রিস্টিয়ান জোনকার এবং আফগানিস্তানের লেগস্পিনার কায়েস আহমেদ।
জোনকার আর কায়েস আহমেদের বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী কিংস কর্তৃপক্ষ। দলটিতে রিটেইন খেলোয়াড় হিসেবে থাকছেন মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ এবং জাকির হোসেন। সরাসরি বিদেশি ক্যাটাগরিতে জোনকার আর কায়েস আসছেন রাজশাহী কিংসে।
দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জোনকার। ডানহাতি এই ব্যাটসম্যান বল হাতেও মিডিয়াম পেসার হিসেবে পরিচিত। ৩২ বছর বয়সী এই হার্ডহিটার টি-টোয়েন্টিতে ১৩২.২৬ স্ট্রাইক রেটে ২৭.৩৯ গড়ে ৮৫ ম্যাচে করেছেন ১৭২৬ রান। টি-টোয়েন্টিতে সাতবার হাফসেঞ্চুরি করা এই ব্যাটসম্যান ১৪২টি বাউন্ডারির পাশাপাশি ৯০টি ছক্কাও হাঁকিয়েছেন।
এদিকে, আফগান স্পিনার কায়েস আহমেদের ক্যারিয়ার খুব একটা বড় নয়। ১৮ বছর বয়সী এই লেগির জাতীয় দলে এখনও অভিষেক হয়নি। ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলছেন বালখ লিজেন্ডের জার্সিতে। সবশেষ ম্যাচে পাকতিয়ার বিপক্ষে ২ ওভারে ৫ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট। যেখানে সতীর্থ হিসেবে পেয়েছেন ক্রিস গেইল, কলিন মুনরো, বরি বোপারা, রায়ান টেন ডয়েসকাট, মোহাম্মদ নবী, গুলবাদিন নবীদের।
সারাবাংলা/এমআরপি