Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরাজ-গাঙ্গুলি-এনামুল-মেন্ডিসদের এলিট গ্রুপে পৃথ্বি


১৫ অক্টোবর ২০১৮ ১৪:১২

।। স্পোর্টস ডেস্ক ।।

রাজকোটে ভারতীয় টেস্ট দলে অভিষেক হয় ওপেনার পৃথ্বি শয়ের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষিক্ত সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। ১৮ বছর বয়সী এই তরুণ ব্যাটসম্যান দুই ম্যাচ টেস্ট সিরিজের তিন ইনিংসে ব্যাট করে তুলেছেন ২৩৭ রান, ব্যাটিং গড় ১১৮.৫। অভিষেক সিরিজ খেলতে নেমে ম্যান অব দ্য সিরিজও হয়েছেন পৃথ্বি।

তাতে বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ, এনামুল হক জুনিয়রের মতো এলিট ক্লাবের সদস্য হয়েছেন ভারতীয় এই ডানহাতি ব্যাটসম্যান। যে তালিকায় পাকিস্তানের ওয়াকার ইউনিস, মোহাম্মদ আমির, ভারতের সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মা, দক্ষিণ আফ্রিকার জ্যাক রুডলফ, ভারনন ফিল্যান্ডার, অস্ট্রেলিয়ার জেমস প্যাটিনসন, স্টুয়ার্ট ক্লার্ক আর শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসরা আছেন।

ভারতের ১৫তম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছেন পৃথ্বি। রাজকোটে ১৫৪ বলে করেন ১৩৪ রান। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি। হায়দ্রাবাদে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পৃথ্বি ৫৩ বলে করেন ৭০ রান। আর দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। প্রথম ম্যাচে ভারত ইনিংস ও ২৭২ রানের বিশাল জয় পায়। আর দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটের জয় তুলে নেয়। দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন ১০ উইকেট পাওয়া পেসার উমেষ যাদব। আর সিরিজ সেরার পুরস্কার যায় পৃথ্বির হাতে।

পঞ্চম ক্রিকেটার হিসেবে পৃথ্বি শ তরুণ বয়সে নিজের অভিষেক ম্যাচেই ম্যান অব দ্য সিরিজ হয়েছেন। ১৯৯০ সালে তরুণ বয়সে পাকিস্তানের লিজেন্ড ওয়াকার ইউনিস নিজের অভিষেক ম্যাচেই সিরিজ সেরা নির্বাচিত হয়েছিলেন। এর ১৫ বছর পর তরুণ বয়সে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন বাংলাদেশের স্পিনার এনামুল হক জুনিয়র। তারও ৫ বছর পর পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির এই কীর্তিতে নাম লেখান। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে ২০১৬ সালে খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজে অভিষেক হয়েছিল মেহেদি হাসান মিরাজের। ১-১ এ সমতা নিয়ে ফিরেছিল ইংলিশরা। সেই সিরিজে মিরাজ নিয়েছিলেন ১৯ উইকেট। তরুণ বয়সে নিজের প্রথম সিরিজে সেরার পুরস্কার উঠেছিল মিরাজের হাতে।

বিজ্ঞাপন

১৯৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক সিরিজে সেরা হয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জ্যাক রুডলফ সিরিজ সেরা হয়েছিলেন নিজের প্রথম সিরিজে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৬ সালে এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ক্লার্ক।

এছাড়া, ভারতের বিপক্ষে ২০০৮ সালে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের রবীচন্দ্রন অশ্বিন, ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার, ২০১১ সালে নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়ার জেমস প্যাটিনসন, ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের রোহিত শর্মা এই কীর্তিতে নাম লিখিয়েছিলেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর