Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যালন ডি’অর জিতে লিজেন্ড হতে চান গ্রিজম্যান


১৫ অক্টোবর ২০১৮ ১৫:০৩

।। স্পোর্টস ডেস্ক ।।

জাতীয় দলের হয়ে এ বছরেই জিতেছেন বিশ্বকাপ ফ্রান্স তারকা আঁতোয়া গ্রিজম্যান। এবার স্বপ্ন দেখছেন ক্লাব অ্যাথলেটিকোর হয়ে ব্যালন ডি’অর জেতার। এবারের ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় আছেন তিনি। তাই এবার ব্যালন ডি’অর জিতে অ্যাথলেটিকোর কিংবদন্তির খাতায় নাম লেখাতে চান ফরাসি এই ফুটবলার।

২০০৭ সালে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা পর লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি ছাড়া ব্যালন ডি’অর জেতা হয়নি কারো। তাই এবার অ্যাথলেটিকোর হয়ে ব্যালন ডি’অর জিতে ইতিহাস হয়ে থাকতে চান গ্রিজম্যান, ‘ব্যালন ডি’অর জিততে পারলে অ্যাথলেতিকো মাদ্রিদের ইতিহাসে জায়গা পাওয়ার সুযোগ পাবো। নিজের স্বপ্ন পূরণ করে ক্লাবের ইতিহাসে জায়গা করে নিতে পারাটা আমাকে গর্বিত করবে। আমি এটাই চাই।’

রাশিয়া বিশ্বকাপে দলের শিরোপা জয়ে দারুণ ভূমিকা আছে ২৭ বছর বয়সি তারকার। এর আগে ২০১৬ সালে এই তালিকার তিন নম্বরে ছিলেন তিনি। এবার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম দেখে ৬২ বছরের ইতিহাসে অ্যাথলেটিকোর হয়ে প্রথম ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন তিনি, ‘আমি উচ্চাকাঙ্ক্ষী একজন এবং সবসময় বেশিকিছুই আশা করি।’

অবশ্য এবারের ব্যালন ডি’অর তালিকায় মেসি-রোনালদো ছাড়াও ফেভারিট হিসেবে আছেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। ক্লাব ও জাতীয় দলের হয়ে এবার বেশ চমক দেখিয়েছেন ক্রোয়েশিয়ান এই তারকা। এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও এসেছিল তার হাতে। তবে সব ছাড়িয়ে এবার ব্যালন ডি’অর জয়ের আশা করছেন গ্রিজম্যান।

সারাবাংলা/এসএন

অ্যাথলেটিকো মাদ্রিদ আঁতোয়া গ্রিজম্যান ব্যালন ডি'অর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর