Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুতি নিয়েই সিডনি যাচ্ছেন সাকিব


৪ জানুয়ারি ২০১৮ ১৭:৪২

অর্জনটা এখন পর্যন্ত বাংলাদেশের কারোরই নেই। এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে থাকাটা তো বিরাট একটা সৌভাগ্যই। সাকিব আল হাসান সেই দায়িত্ব পেয়ে দারুণ রোমাঞ্চিতও। তবে নিজের করণীয় কাজটাও ভুলে যাচ্ছেন না বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক। সিডনিতে নতুন কমিটির প্রথম বৈঠকে যাচ্ছেন প্রস্তুতি নিয়েই।

৯ ও ১০ জানুয়ারি সিডনিতে হবে এমসিসির নতুন কমিটির প্রথম বৈঠক। তাতে যোগ দেওয়ার জন্য ৭ জানুয়ারি দেশ ছাড়ছেন সাকিব। তবে ক্রিকেটের নীতি নির্ধারণী অনেক কিছু নিয়েই সেখানে আলোচনা হবে, সাকিব সেখানে বিনা প্রস্তুতিতে যেতে চান না।

‘এখনও নেইনি তবে প্রস্তুতি থাকবে। কারণ অনেকগুলো এজেন্ডা নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা হবে। ওই এজেন্ডাগুলো আমি জানি, এ নিয়ে আলোচনাও হয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে একটু পড়াশুনার বিষয় আছে। একটু বোঝার ব্যাপার আছে। এইগুলো নিয়ে যেহেতু আলোচনা হবে তাই অপ্রস্তুত অবস্থায় তো যাওয়া ঠিক হবে না।’

কিন্তু সেখানে সাকিব কি নতুন কিছু নিয়ে কথা বলার সুযোগ পাবেন? টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন, সেরকম কোনো সুযোগ কম, ‘ওইখানে দুইদিন যে মিটিং হবে দুই দিনের এজেন্ডা সব দেওয়া আছে। বাইরে যদি আলোচনার সুযোগ আসে তবে সেটা করা যাবে। ওখানেই নির্দিষ্ট করে বলে দেওয়া আছে, কোন বিষয় নিয়ে আলোচনা হবে। এখানে প্রস্তাব করার কিছু নেই আসলে। যার মধ্যে টেস্ট ক্রিকেটও থাকবে।’

এই ব্যাপারটা অনেক বড় একটা সম্মান হিসেবেও দেখছেন সাকিব, ‘রোমাঞ্চিত অবশ্যই। আমার কাছে মনে হয় এটা অনেক বড় সম্মাননা। পাশাপাশি দায়িত্বও। এর আগে যখন এই মিটিং হয়েছে তখন বাংলাদেশের কেউ ছিলোনা। আমরা কি সুবিধা পাই কিংবা কি অসুবিধা মোকাবেলা করি এসব নিয়ে ওদের ধারণা কম থাকতো। যেগুলো আমি হয়তো ভাগাভাগি করতে পারব।’

সারাবাংলা/ এএম

 

 


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর