Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে বুধবার


১৬ অক্টোবর ২০১৮ ১৯:৩১

।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: ওমান, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর বিশ্বকাপ ট্রফি এবার আসছে বাংলাদেশে। কাল বুধবার সকালে মিরপুর স্টেডিয়ামে আসবে ২০১৯ বিশ্বকাপের ট্রফি। চার দিনের সফরে ঢাকা, চট্টগ্রামে ও সিলেটে ভক্তরা সুযোগ পাবেন এই সোনালী ট্রফির সঙ্গে ছবি তোলার।

বিশ্বকাপের আগে ট্রফি ক্রিকেট খেলিয়ে দেশে আসাটা রীতিই। সেটি মেনেই এবার ট্রফি আসছে। মিরপুরে বুধবার সকাল সাড়ে ১০টায় সুবিধা বঞ্চিত শিশুরা ছবি তুলতে পারবে এই ট্রফির সামনে। এরপর দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় দলের সবাই ফটো সেশন করবেন ট্রফির সঙ্গে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ভক্তদের কাছ থেকে দেখার ও ছবি তোলার জন্য ট্রফিটা রাখা হবে যমুনা ফিউচার পার্কে।

বিজ্ঞাপন

সেখান থেকে ট্রফি চলে যাবে সিলেটে। ১৯ অক্টোবর শুক্রবার সুবিধা বঞ্চিত শিশুদের ফটো সেশনের পর বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রফিটি রাখা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর বিকেল সাড়ে ৪টায় তা নিয়ে যাওয়া হবে সিলেট ক্যাডেট কলেজ হাইস্কুলে।

শনিবার সিলেট ঘুরে ট্রফি যাবে চট্টগ্রামে। সেখানে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রফিটি রাখা হবে এমে আজিজ স্টেডিয়ামে।

এ ট্রফি অর্জনে সামনের বছর ৩০ মে থেকে ১৪ জুলাই বিশ্বকাপের লড়াই চলবে। বাংলাদেশসহ সেখানে অংশ নেবে আরও নয়টি দেশ।

সারাবাংলা/এএম/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর