Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্পেনের হয়ে খেলো, বিশ্বকাপ শিরোপা জেতো’


১৭ অক্টোবর ২০১৮ ১৫:৫৮

।। স্পোর্টস ডেস্ক ।।

কদিন আগেই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী নায়ক দিয়েগো ম্যারাডোনা সমালোচনা করেছিলেন লিওনেল মেসিকে নিয়ে। বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ডকে উপদেশ দিয়েছিলেন, আর্জেন্টিনার হয়ে আর না খেলতে। ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারাডোনার সাবেক ফিটনেস কোচ ফার্নান্দো সিগনোরিনি একই সুরে কথা বললেন। মেসিকে তিনিও উপদেশ দিয়েছেন আর্জেন্টিনার হয়ে আর না খেলতে।

ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে উঠেছিল মেসির দল। জার্মানির বিপক্ষে হেরেছিল সেবার। তারপর টানা দুই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে তুলেছিলেন মেসি। কিন্তু দুবারই চিলির কাছে হারতে হয়েছিল। রাগে-অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দেন মেসি। বার্সার হয়ে সম্ভাব্য প্রায় সব জেতা মেসি বিশ্বকাপটাই শুধু জিততে পারেননি। জাতীয় দলের হয়ে কিছুই জেতা হয়নি হালের এই সেরা তারকার।

অনেক বলে-কয়ে মেসিকে জাতীয় দলে ফিরিয়েছিলেন কোচ, ভক্ত-সমর্থক, ম্যারাডোনা থেকে শুরু করে দেশটির প্রেসিডেন্ট। তার অধীনে আবারো খেলতে নামে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে বাঁচামরার লড়াইয়ে ইকুয়েডরের বিপক্ষে হ্যাটট্রিক করেন মেসি। সরাসরি রাশিয়া টিকিট পায় আর্জেন্টাইনরা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবারের বিশ্বকাপটা ভালো যায়নি, ভালো যায়নি মেসির। দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়ে ম্যারাডোনার উত্তরসূরিরা।

আপাতত জাতীয় দল থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন মেসি। ম্যারাডোনা জানিয়েছেন জাতীয় দলে মেসির ফেরার আর দরকার নেই। এবার ম্যারাডোনার ফিটনেস কোচ ফার্নান্দো একই কথা জানিয়ে দিলেন। বিশ্বসেরা হতে একটা বিশ্বকাপ শিরোপা দরকার সেটাও মনে করিয়ে দিয়েছেন ফার্নান্দো। তিনি জানান, মেসি একটা বিশ্বকাপ শিরোপা দাবী করে। তার কাছে সেটা পাওনা হয়ে গিয়েছে। আর বিশ্বকাপ জিততে মেসিকে আর্জেন্টিনার জাতীয় দল ছাড়তে হবে। মেসিকে যোগ দিতে হবে স্পেনে, যেখানে বার্সার হয়ে সে সব জিতেছে।

বিজ্ঞাপন

স্প্যানিশ জায়ান্ট বার্সায় খেলার সুবাদে স্পেনের জাতীয়তা পেয়েছেন মেসি। নেদারল্যান্ডসকে হারিয়ে ২০১০ সালে বিশ্বকাপ জিতেছিল স্পেন। ২০১০ সালের বিশ্বকাপে সেবার আর্জেন্টিনা গ্রুপপর্বে নাইজেরিয়াকে, দক্ষিণ কোরিয়া আর গ্রিসকে হারিয়ে নকআউট পর্বে উঠেছিল। নকআউটে মেক্সিকোকে ৩-১ গোলে হারিয়ে উঠেছিল কোয়ার্টার ফাইনালে। তবে, মেসি বাহিনীকে কোয়ার্টারে হতাশ হতে হয়। জার্মানির কাছে হারে ৪-০ গোলে উড়ে যায় কোচ ম্যারাডোনার শিষ্যরা। পরে অবশ্য স্পেনের কাছে সেমি ফাইনালে ১-০ গোলে হারে জার্মানরা।

ফার্নান্দো আরও যোগ করেন, আমি আশা করবো মেসি স্পেনের হয়ে খেলার বিষয়টি ভাববে, স্পেনের জাতীয়তা থাকায় তাকে বিশ্ব চ্যাম্পিয়ন ধরা যায়। তারপরও স্পেনের হয়ে খেলে একটি শিরোপা জেতার সুযোগ মেসির নেওয়া দরকার। কিন্তু, জন্মভূমি আর্জেন্টিনার জাতীয় দল ছাড়া মেসি খেলবে কি না তা জানা নেই। তার সামনে অনেক পথ খোলা, হয় সে আর্জেন্টিনার জার্সিতে খেলবে, শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে খেলবে, নয়তো আর্জেন্টিনার জাতীয় দলে তার ফেরার দরকার নেই। সমালোচকরা বলে থাকে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি জাতীয় সংগীতে ঠোট মেলায় না, এই জার্সিতে সে নিজের সেরাটা দিতে ব্যর্থ। আমি মনে করি ফুটবল থেকে মেসি এমনটা পাওয়ার যোগ্য নয়।

মেসিকে ছাড়া রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনা চারটি ম্যাচ খেলেছে। ১৯৭৮ আর ১৯৮৬ সালের বিশ্ব চ্যাম্পিয়রা সবশেষ ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে হেরেছে ১-০ গোলের ব্যবধানে। তার আগে মেসিহীন আর্জেন্টিনা গুয়েতামালা আর ইরাককে উড়িয়ে দিয়েছিল। মাঝে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর