Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা চান মাসাকাদজা


১৭ অক্টোবর ২০১৮ ১৮:২০

।। স্পেশাল করেস্পন্ডেন্ট ।।

গতকাল বাংলাদেশে পা দিয়েছে জিম্বাবুয়ে। আজ মিরপুরে শুরু করেছে অনুশীলন। ফুটবলের গা গরম আর ব্যাটিং অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। আশা করছেন, এবারের সিরিজটা আগের তুলনায় অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

এর আগে গত বছরেই ত্রিদেশীয় সিরিজ খেলতে এসেছিল জিম্বাবুয়ে। স্পিনের বিপক্ষে শুরু থেকেই খাবি খেয়েছে তারা, জিততে পারেনি একটি ম্যাচেও। তার আগের সিরিজেও জিম্বাবুয়ে সেভাবে দাঁড়াতে পারেনি বাংলদেশের সামনে। মাসাকাদজা বলছেন, এবার আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন তারা, ‘হ্যাঁ অবশ্যই। সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের প্লেয়ার আছে ভালো করার মতো। আমাদের কয়েকজন তরুণ ক্রিকেটার উঠে এসেছে। একই সাথে অভিজ্ঞ ক্রিকেটাররাও আছে। হ্যাঁ, আমি মনে করি এখানে ম্যাচ জেতার মতো দল আমাদের আছে।’

মাসাকাদজা নিজে তো বটেই, জিম্বাবুয়ের সিকান্দার রাজা এই বছর খেলেছেন প্রিমিয়ার লিগে। আর বিপিএলে তো খেলেছেন অনেকেই। এই অভিজ্ঞতা তাদের বাড়তি সাহায্য দেবেন বলে মনে করছেন মাসাকাদজা, ‘হ্যাঁ, কিছু ক্রিকেটার এখানে খেলেছে। এটা সবসময় সাহায্য করে। কারণ ছেলেরা এখানকার কন্ডিশন সম্পর্কে ধারনা রাখে। তারা জানে কিভাবে এখানে কাজ করতে হয়। আমার মনে হয় আমাদের দলের ৫-৬ জন ক্রিকেটার এখানে খেলেছে। আর অনেকে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছে। কন্ডিশনের জ্ঞান ও এখানে খেলার অভিজ্ঞতা অবশ্যই দলকে সাহায্য করবে।’

মাসাকাদজা মনে করছেন, সাকিব-তামিম না থাকলেও খুব একটা সমস্যা হবে না বাংলাদেশের, ‘দুইজনই বাংলাদেশের জন্য বড় প্লেয়ার। তারা বাংলাদেশের জন্য অনেক দিন ধরেই পারফর্ম করছে। তাদের অনেক প্লেয়ার রয়েছে। আর কিছু বদলি প্লেয়ারও অপেক্ষায় আছে। আমার মনে হয় না সাকিব-তামিম না থাকায় তারা খুব একটা শক্তি হারাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর