Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেছালো ফেডারেশন কাপ, নভেম্বরে ত্রিদেশীয় ফুটবল সিরিজ


১৭ অক্টোবর ২০১৮ ২২:৫৬

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: দলবদল শেষ। সবাই প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন কাপের। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে শুরু হবে দেশের ঘরোয়া ফুটবলের এবারের আসর। ফুটবলারদের অপেক্ষাটা বাড়লো প্রায় সপ্তাহ খানেক। এদিকে, সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপের ব্যর্থতা ছুড়ে সমর্থকদের হাসির মুহূর্ত এনে দিতে ত্রি-দেশীয় ফুটবল সিরিজ আয়োজনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল মাঠে গড়ানোর কথা ছিল ২২ অক্টোবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ কমিটি পিছিয়ে দিলো টুর্নামেন্টটি। ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামও প্রস্তুত। তারপরও টুর্নামেন্টটি পিছিয়ে দিয়েছে ৫ দিন।

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ ক্লাব আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি), আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ এমএফএস, বসুন্ধরা কিংস ও নোফেল ক্রীড়া চক্র অংশ নেবে ফেডারেশন কাপে।

এদিকে সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ব্যর্থতার পর দেশের ফুটবল সমর্থকদের জন্য উৎসবের মুহূর্ত এনে দেয়ার ব্যবস্থা নিতে চলেছে বাফুফে। ভুটান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় ফুটবল সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে। নভেম্বরের ১২-২০ নভেম্বর আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের যে উইন্ডো খোলা আছে সেইসময়েই এই সিরিজ আয়োজনের চেষ্টা চলছে।

দুইদলকে আপাতত মৌখিক অনুমতির প্রস্তাব দেয়া হয়েছে। দুদেশ সম্মতি জানালে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা পাঠাবে দেশের সর্বোচ্চ ফুটবল অভিভাবক। শেষ খবর পাওয়া পর্যন্ত এ সিরিজে কোনও ফাইনাল ম্যাচ হবে। সব দলই একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর