Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একের বিকল্প দেখছে না ঢাকা আবাহনী


১৮ অক্টোবর ২০১৮ ০০:১৩ | আপডেট: ১৮ অক্টোবর ২০১৮ ১৩:০৬

।। জাহিদ-ই-হাসান, স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: বুধবার বিকেল পাঁচটা। ধানমন্ডির আবাহনী মাঠ। সবুজ ঘাসে অনুশীলন করছেন জীবন-মামুন-ওয়ালী ফয়সালরা। আরেক পাশে ডিফেন্ডাররা চক্র করে বল নিয়ে `চোর-পুলিশ’ খেলছেন। কোচের ভূমিকায় ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ জাকারিয়া বাবু। বিজেএমসি ছেড়ে দেশের ফুটবলের সবচেয়ে সফল দলটির দায়িত্ব নিয়েছেন তিনি।

মাঠের এক পাশে হাইতিয়ান কার্ভান্স বেলফোর্ট টানা ঘাম ঝরাচ্ছেন দৌড়ে। মাঠের পাশেই উৎসুক জনতার একজন বেলফোর্ট বলে ডাক দিতেই হাসিমুখে সাড়া দিলেন তিনি। যদিও কিছুটা চিন্তিত মনে হলো তাকে। দৌড় শেষে বসে থাকা এই হাইতিয়ানকে কুশল জানতে চেলে মুচকি হেসে জানান, `হাঁটুতে ব্যথা।’ আরও একদিন লাগবে ব্যথা সাড়তে। চলছে ফিটনেস পরীক্ষা। বসুন্ধরা কিংস থেকে ট্রায়াল দিয়ে এখন আকাশী-নীল শিবিরে নাম লিখিয়েছেন এই স্টাইকার।

বিজ্ঞাপন

‘‘চলতি মাসের ২৭ তারিখ থেকে ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে এবারের ঘরোয়া ফুটবল। দলবদল শেষ। মৌসুম শুরুর অনেক আগে থেকে দল গুছিয়েছে বেশিরভাগ দেশের সর্বোচ্চ লিগে খেলা ক্লাবগুলো। চ্যাম্পিয়নশিপ থেকে নাম লেখানো দুই ক্লাবসহ ১৩টি ক্লাবের প্রস্তুতি, দলবদল ও সম্ভাবনা নিয়ে থাকছে সারাবাংলার নিয়মিত আয়োজন। আজকে ধানমন্ডি জায়ান্ট ঢাকা আবাহনী লিমিটেড।’’

চোখে পড়লো না গত মৌসুমে ধানমন্ডি জায়ান্টদের হয়ে গোল মেশিন সানডে সিজোবাকে। খোঁজ নিয়ে জানা গেলো- বৃহস্পতিবার ঢাকায় আসবেন এই নাইজেরিয়ান। আবাহনী শিবিরে সানডে ছাড়া বাকী তিন বিদেশি প্রথমবার খেলছেন বাংলাদেশে। আফগানিস্তানের ডিফেন্ডার মাশি সাইঘানি, হাইতিয়ান বেলফোর্ট ও এশিয়ান কোটায় দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার কো মিন হিউককে দলে নিয়েছে আবাহনী। বিদেশি চার কোটা পূরণ করেছে আকাশী-নীলরা।

বিজ্ঞাপন

`ঘরের বাঘদের’ দলে বলতে গেলে শুধু ইমন বাবু আর নাসির উদ্দীন চৌধুরীই নেই। তারা পাড়ি দিয়েছেন নবাগত ক্লাব বসুন্ধরা কিংস ক্লাবে। সেই জায়গায় চট্টগ্রাম আবাহনী থেকে নেয়া হয়েছে মামুনুল ইসলাম মামুন ও সাইফ স্পোর্টিং ক্লাব থেকে তপুর বর্মণকে। রক্ষণভাগের দীর্ঘদিনের রক্ষী সামাদ ইউসুফের অবর্তমানে তপু ও আফগানী ডিফেন্ডার সাইঘানি হয়ে রক্ষণের দায়িত্ব নিবেন। তাছাড়া দলে মোটামুটি সবাই আছেন।

জাতীয় দলের হয়ে সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপে লাল-সবুজ জার্সি পড়ে খেলা সাতজন ফুটবলার আছেন এ দলে। তারা হলেন- মামুনুল ইসালম, জুয়েল রানা, তপু বর্মণ, সাদ উদ্দীন, ওয়ালী ফয়সাল, নবীব নেওয়াজ জীবন ও আতিকুর রহমান ফাহাদ। যদিও ফাহাদ কোনও ম্যাচ খেলেন নি।

মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে প্রস্তুতি ম্যাচে আগে আবাহনী মাঠে ঘাম ঝড়াচ্ছেন আকাশী-নীল জার্সিধারীরা

সব মিলিয়ে দেশের ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ শিরোপা জয়ী ক্লাবটির দলবদল কেমন হয়েছে জানতে চাইলে দলের প্রধান কোচ আবাহনী জাকারিয়া বাবু সারাবাংলাকে জানান, `আবাহনী সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যে লড়াই করে। সব ভালো ও প্রতিভাবান ফুটবলার আছে এই দলে। আশা করি ভালো কিছুই উপহার দিতে পারবো। বড় দল বড় চ্যালেঞ্জ আমার সামনে। খুব একটা সময় পাইনি। তবে, গুছিয়ে নিচ্ছি দলটাকে। ’

এদিকে পূজার ছুটির জন্য প্রাণতোষ এখনও শিবিরে যোগ দেন নি। ফাহাদ ও সাদ ইনজুরিতে আছে। রুবেল মিয়া ইনজুরি কাটিয়ে ফুটবলের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন। এদিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া সংসদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ আছে বৃহস্পতিবার (১৮ অক্টোবর)। এ ম্যাচে খেলতে পারেন বেলফোর্ট। সবার ফিটনেস পরীক্ষাও হয়ে যাবে এই ফাঁকে জানালেন কোচ, `এখনও সব প্লেয়ারকে একসাথে পাইনি। কিছু ইনজুরি আছে। কারও ছুটি। শিগগিরই তারা যোগ দিবেন দলের সঙ্গে। এই প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে দলের অবস্থা সম্পর্কে আভাস পাবো। সেটা কাজে লাগিয়ে পুরোদমে অনুশীলন চলবে ফেডারেশন কাপের জন্য।‘

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল) ও ফেডারেশন কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামবে আত্মবিশ্বাস দলের ম্যানেজার সত্যজিত দাস রুপুর কণ্ঠে, `ঢাকা আবাহনী কখনও দুই নম্বর পজিশনের জন্য খেলে না। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামে। এবারও সেই চেষ্টাই করবো।’

এমন ঝাঁঝালো উত্তর অবশ্য আবাহনীকেই মানায়। তবে, এবার ঘরোয়া ফুটবলে ভেন্যুসহ বিদেশি মানের ফুটবলারদের নিয়ে দল গুছিয়ে ক্লাবগুলো। চ্যালেঞ্জটা টক্করে টক্করে হবে বললেন আবাহনীর কোচ, `এবার ঘরোয়া ফুটবলে চার-পাঁচটি ক্লাব ভালো কিছু বিদেশি খেলোয়াড় দলে ভেড়িয়েছে। ভালো দলও গড়েছে। এবার আরও জমজমাট হবে দেশের ফুটবল।‘

অন্তত সেই আশা করতেই পারে দেশের ফুটবল সমর্থকরা।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর