জমে উঠেছে বিপিএল
৪ জানুয়ারি ২০১৮ ২০:৩২
স্টাফ করেসপন্ডেন্ট
দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে পা-বলের লড়াই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে (বিপিএল) এখন সব হিসেব-নিকেষ মিলিয়ে শিরোপাকে ঘিরে চরম উত্তেজনা ছড়াচ্ছে। একদিকে ঢাকা আবাহনীর শীর্ষস্থান ধরে রাখার লড়াই, অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘাড়ে নিশ্বাস ফেলা শেখ জামালের শীর্ষ উঠার দৌড়।
শুধু তাই নয়, অবনমন এড়াতে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ছয় দলের মধ্যে চলছে ‘স্নায়ুযুদ্ধ’। এ যুদ্ধে টিকে থাকতে মাঠে নামবে তারা। উত্তেজনার পারদ তাই ঊর্ধ্বমূখী। শেষ সময়ের ফুটবলে তাই পরতে পরতে উত্তেজনা আর প্রশ্নের উত্তর মিলবে।
সকল প্রশ্নের সমাধান হবে মাঠে। বিশ রাউন্ড শেষে বিপিএলের গায়ে তাই নতুন রঙ। সেই রঙে নিজেদের রাঙাতে মাঠে নামছে শিরোপা প্রত্যাশী দুই দল ঢাকা আবাহনী আর শেখ জামাল।
শুক্রবার (৫ জানুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়াম রূপ নিবে রণাঙ্গনে। ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা আবাহনী। ৪৩ পয়েন্ট নিয়ে তাদের চাপে রেখেছে শেখ জামাল। দুই দলের মুখোমুখিতে বিজয়ী দল এগিয়ে যাবে শিরোপার কাছাকাছি। সন্ধ্যা ৬ টা ৪৫ এ ম্যাচটি শুরু হতে যাচ্ছে।
এদিকে অবনমন এড়াতে মাঠে নামছে আরও ছয়টি দল। টিম বিজেএমসি, আরামবাগ, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স ইউনিয়ন, ফরাশগঞ্জ ও রহমতগঞ্জ।
পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জের নিচে নেমে যাওয়া অনেকটাই নিশ্চিত। বাকী পাঁচদলই আছে এই শঙ্কায়। সবগুলো দল পা ফসকাতে মাশুল দিতে হবে অবনমনে। তাই বিপিএলে নজরটা থাকবে অবনমনেও।
তাই সব ধাঁধার উত্তর মিলবে মাঠেই। একটি ভেন্যুতেই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ধানমন্ডির ডার্বি ছাড়াও বিকালে মাঠে নামছে ব্রাদার্স ইউনিয়ন আর ফরাশগঞ্জ।
আগামি ১৩ তারিখেই বিপিএলে পর্দা নামছে। তার আগেই জানা যাবে কে দশম শিরোপা ঘরে তুলছে।
সারাবাংলা/জেএইচ/এসএন