Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠের বাইরেও রিয়ালকে পেছনে ফেলল বার্সা


৪ জানুয়ারি ২০১৮ ২১:১১ | আপডেট: ৪ জানুয়ারি ২০১৮ ২১:১৩

সারাবাংলা ডেস্ক

মাঠে শিরোপা লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের আশা বেশ ক্ষীণ। এবার মাঠের বাইরেও আরেকটা জায়গায় রিয়ালকে পেছনে ফেলেছে বার্সেলোনা, টিভি স্বত্ব থেকে লা লিগায় সবচেয়ে বেশি উপার্জন কাতালান ক্লাবের।

লা লিগা মৌসুমের শেষ দিনে টিভি স্বত্ব থেকে কাতালানদের আয় হয় ১৪৬.২ মিলিয়ন ইউরো, যেখানে মাদ্রিদ ১৪০.১ মিলিয়ন ইউরো।

২০১৫-১৬ মৌসুমে ১ নাম্বারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে আরো একটি রেকর্ড গড়লো বার্সা। পুরো মৌসুম থেকে বার্সেলোনার টিভি স্বত্ব আয় এসে দাঁড়ায় ৬২০.২ মিলিয়ন ইউরোতে। তালিকায় খুব কাছেই ছিল মাদ্রিদের আয়, যার পরিমাণ ৬২০.১ মিলিয়ন ইউরো।

আয়ের তালিকার থাকা শীর্ষ পাঁচের মধ্যে আতলেটিকো মাদ্রিদ ৯৯.২ মিলিয়ন ইউরো, আতলেটিকো বিলবাও ৭১ মিলিয়ন ইউরো পায়, তালিকায় পাঁচ নাম্বারে থাকা ভ্যালেন্সিয়ার ঘরে আসে ৬৭.৪ মিলিয়ন ইউরো।

আলভেজ এবং লেগানেস দুইদলই যথাক্রমে পেয়েছে ৩৯.৩ মিলিয়ন ইউরো, যা অন্য মৌসুমগুলোর তুলনায় কম।

গত জানুয়ারির ডালিয়েট ফুটবল মানি লিগের পর বার্সেলোনার রিয়ালের বিপক্ষে বার্সেলোনার আরেকটি জয় এটি।
লা লিগা মৌসুমের টিভি স্বত্ব থেকে আয়ের ৫০ শতাংশ সমানভাবে ভাগ করে দেয়া হয় ২০ দলের মধ্যে, বাকি ৫০ শতাংশ ভাগ করা হয় দুটি বিষয় বিবেচনায় রেখে। প্রথমটি হচ্ছে শেষ পাঁচ মৌসুমে প্রতিটি ক্লাবের ফলাফল, আর দ্বিতীয়টি হচ্ছে প্রত্যেক ম্যাচে টেলিভিশনের গ্রাহক ও দর্শক সংখ্যা বিবেচনার মাধ্যমে।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর