Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়েকে উড়িয়ে দিল সৌম্যরা


১৯ অক্টোবর ২০১৮ ১৭:০৬

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: ব্যাটিং বা বোলিং কোনটাতেই পেরে উঠেনি জিম্বাবুয়ে। টাইগারদের সঙ্গে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি পর্বে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। জিম্বাবুয়েকে বিপক্ষে সৌম্য-সৈকতরা জয় পেয়েছে আট উইকেটে।

বিকেএসপির মাঠে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। বিসিবি একাদশের সামনে অসহায় হয়ে পড়ে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। গুটিয়ে যায় ১৭৮ রানে। এমন দিনে পিচে টিকে ছিলেন অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজা ও এলটন চিগুম্বুরা। বাকী কেউ সেভাবে ‍থিতু হওয়ার সুযোগ পান নি। বিসিবি একাদশে ডাক পেয়ে ডান হাতি মিডিয়াম পেসার এবাদত একাই ধসিয়ে দেন জিম্বাবুয়ে শিবির। একাই ৫ উইকেট নেন তিনি। সফরকারীরা গুটিয়ে যায় ৪৫.২ ওভারে।

ইনিংসের তৃতীয় ওভারে ক্রেইগ আরভিনকে (১) ফিরিয়ে এবাদত ভাঙেন ৭ রানের উদ্বোধনী জুটি। তারপর নামে ধস, যেটা থামে ৪৭ রানে পঞ্চম উইকেট হারানোর পর।

মাসাকাদজা ও চিগুম্বুরা একশ ছাড়ানো জুটিতে সফরকারীদের স্বস্তিতে ফেরান। তবে মোহাম্মদ সাইফউদ্দিন ৪৭ রানে চিগুম্বুরাকে ফিরিয়ে এই বাধা ভাঙেন। ১২৪ রানের এই জুটি ভাঙার পর আবার তাসের ঘর হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ৭ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় তারা।

এবাদত তার নবম ওভারে টানা দুটিসহ তিনটি উইকেট নেন। ১০২ রানে মাসাকাদজাকে বোল্ড করেন এই ডানহাতি পেসার। ৯ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৫ উইকেট।

জিম্বাবুয়ের দেয়া টার্গেট সামনে রেখে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। শতক হাঁকিয়েছেন সৌম্য সরকার।

সারাবাংলা/জেএইচ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর