এখনও প্রতিদ্বন্দ্বিতার আশা মাসাকাদজার
২০ অক্টোবর ২০১৮ ১৮:৪৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: প্রস্তুতিটা একদমই ভালো হয়নি জিম্বাবুয়ের। বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ শুরুর আগে একটিই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল জিম্বাবুয়ে, কিন্তু বিকেএসপির ওই ম্যাচে এবাদত-সাইফদের তোপের পর সৌম্য সরকারের ব্যাটে উড়ে গেছে। তারপরও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা মনে করছেন, রোববার (২১ অক্টোবর) সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।
বাংলাদেশে আসার আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভুলে যাওয়ার একটা সিরিজ কাটিয়ে এসেছে। এরপর প্রস্তুতি ম্যাচে এমন খাবি খাওয়া, সব মিলে জিম্বাবুয়ে মাঠে নামার আগে খুব বেশি আত্মবিশ্বাসী হতে পারছে না। তবে মাসাকাদজার দাবি, সবাই বেশ চাঙা আছে, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা ভালো একটা সময় কাটাতে পারিনি। গতকালও ভালো খেলতে পারিনি। তবে এখন আমাদের সব মনযোগ কালকের ম্যাচের ওপর। আমাদের এখান থেকে পেছনে ফেরার সুযোগ নেই কোনো, সবাই সামনের দিকেই তাকিয়ে আছি। সবাই বেশ চাঙা আছে।’
বাংলাদেশে পা রাখার পরেই কথাটা বলেছিলেন। শনিবার (২০ অক্টোবর) আবার সেটির পুনরাবৃত্তি করলেন মাসাকাদজা, ‘জিম্বাবুয়ে বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি খেলেছে। আমরা ওদের সাথে অনেক বার খেলেছি, অভ্যস্ত কন্ডিশনের সাথেও। আমার মনে হয় দল হিসেবে আমাদের ভালো সুযোগ আছে, বিশেষ করে অন্য আন্তর্জাতিক দলগুলোর তুলনায়। আশা করি সিরিজটা বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
মধ্যে একটা ক্রান্তিকালের মধ্য দিয়েই যাচ্ছিল জিম্বাবুয়ে। বেশ কজন সিনিয়র খেলোয়াড় চলে গিয়েছিলেন, বিদায় নিয়েছিলেন কোচিং স্টাফের প্রায় সবাই। সিনিয়ররা ফিরলেও কোচিং স্টাফের অনেকেই নেই। মাসাকাদজা আশাবাদী, সেটা কোনো প্রভাব ফেলবে না, ‘কোচিং স্টাফ বদলালেও খেলোয়াড়দের বদল হয়নি। সব খেলোয়াড়কেই আমরা পাচ্ছি। এটা আমাদের জন্য বড় একটা সুবিধা। আর সিকানাদার রাজাকেও আমরা ফিরে পেয়েছি। অবশ্যই এটা আমাদের আরও বেশি আত্মবিশ্বাসী করবে।’
স্পিনটাই জিম্বাবুয়ের সবচেয়ে বড় জুজু হতে পারে, সেটা মানলেন জিম্বাবুয়ে অধিনায়ক, ‘অবশ্যই উপমহাদেশে খেললে এটা সবচেয়ে বড় ব্যাপারগুলোর একটি। স্পিন এখানে অনেক বড় ভূমিকা রাখতে পারে। অবশ্যই আমাদের মাথায় তা আছে।’
সারাবাংলা/এএম/এসএন