Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেনা সেই গলেই ইতি টানবেন হেরাথ


২২ অক্টোবর ২০১৮ ১৫:০০

।। স্পোর্টস ডেস্ক ।।

১৯ বছর আগে টেস্ট ক্যারিয়ারের শুরু করেছিলেন শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। সেবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় দলের জার্সিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল তার। এবার সেই গলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলে ক্যারিয়ারের ইতি টানবেন লংকান এই স্পিন গ্রেট।

৬ নভেম্বর গল টেস্ট দিয়েই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ শুরু করবে লঙ্কানরা। তবে সিরিজের প্রথম টেস্ট খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন বলেই টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন হেরাথ।

টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে এক ইনিংসে ৪টি উইকেট তোলেন হেরাথ। সেখান থেকেই শুরু। এ পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে সবমিলিয়ে খেলেছেন ৯২টি ম্যাচ। যেখানে ১৬৮ ইনিংসে বল হাতে ৪৩০ উইকেট শিকার করেছেন টেস্ট ইতিহাসে সফলতম এই স্পিনার। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকাতে আছেন ১০ নম্বরে।

ক্যারিয়ারের শেষ টেস্ট আর মাত্র ২টি উইকেট পেলেই কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলিকে ছাড়িয়ে যাবেন হেরাথ। ৫ উইকেট পেলে ছাড়িয়ে যাবেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড ও কিংবদন্তি কপিল দেবকে।

৯২ টেস্টে ১৪২ ইনিংসে ব্যাট হাতে ১ হাজার ৬৮০ রান আছে হেরাথের সংগ্রহে। যেখানে ৩টি অর্ধশতক আছে তার।

২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেকের পর শেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে। সবমিলিয়ে ৭১টি ওয়ানডেতে বল হাতে ৭৪ উইকেট ও ব্যাট হাতে ১৪০ রান আছে তার সংগ্রহে। আর ২০১১ সালে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়ার পর ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন হেরাথ। সবমিলিয়ে ১৭ টি-টোয়েন্টিতে বল হাতে ১৮ উইকেট আছে তার ঝুলিতে।

বিজ্ঞাপন

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ইতিহাস শুরুর পর এবার বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নিলেই সেই চেনা ভেন্যুকেই।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর