Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মবিশ্বাস নিয়েই ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন সালমারা


২২ অক্টোবর ২০১৮ ১৯:৩০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

সামনেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মিরপুরে সোমবার (২২ অক্টোবর) শেষ মুহূর্তের প্রস্তুতি সারলেন সালমারা। আগামীকাল (মঙ্গলবার) ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বেন বাংলাদেশের মেয়েরা। তার আগে অধিনায়ক সালমা, কোচ অঞ্জু জাইন ও ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম আশাবাদই শুনিয়ে গেলেন।

বিশ্বকাপের আগে প্রস্তুতিটা অবশ্য ভালো হয়নি সালমাদের। পাকিস্তানের বিপক্ষে কক্সবাজারে টি-টোয়েন্টি সিরিজে তিনটি ম্যাচে হারতে হয়েছে, জেতা হয়নি একটি ম্যাচেও। একমাত্র ওয়ানডেটি অবশ্য জিতেছিল বাংলাদেশ। তবে সব মিলে প্রস্তুতি নিয়ে অখুশি নন অধিনায়ক সালমা, ‘যাওয়ার আগে আমরা তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে যাচ্ছি, ছেলেদের সঙ্গে। দুটো হয়ে গেছে, আজকে তৃতীয় ম্যাচ ছিল। প্রথম দুটো ম্যাচেই আমরা হেরে গিয়েছি, কিন্তু আমাদের মেয়েরা অনেক ভালো পারফর্মেন্স করেছে। এই পারফর্মেন্স বিশ্বকাপে করতে পারলে আমরা আরও ভালো করব।’

সালমা বললেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই চলে যাচ্ছে দল, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আমরা ১০-১২ দিন আগে যাচ্ছি। ওদের কন্ডিশন, আবহাওয়া এবং উইকেট নিয়ে আমাদের সবই অজানা। আমরা যেহেতু আগে যাচ্ছি, তাই আশা করছি সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে আমরা ভালো করব।’

পাকিস্তানের সঙ্গে এভাবে সিরিজ হেরে যাওয়া মানসিকভাবে কতটা ধাক্কা? সালমা অবশ্য ওয়ানডে জয়টাই বড় করে দেখছেন, ‘পাকিস্তানের সঙ্গে ম্যাচের পরে এখানে এসে আমরা ক্যাম্প করেছি। দুটো ম্যাচেও খেলেছি। তো আমাদের মেয়েরা অনেকেই কামব্যাক করেছে। ওই কামব্যাক আমাদের দরকার। যেহেতু ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে আমরা জিতে এসেছিলাম। এজন্য আমরা আত্মবিশ্বাসী। আশা করি আত্মবিশ্বাস নিয়েই সেখানে ভালো খেলব আমরা।’

বিজ্ঞাপন

কোচ অঞ্জু জাইনও সেই সুরেই বলছেন, পাকিস্তানের কাছে হারটা তারা অঘটন হিসেবেই দেখছেন, ‘এটা আসলে চিন্তার তেমন কিছু নয়। এখানে কিছু ফ্যাক্ট আছে অবশ্যই। কেননা এটা টি-টুয়েন্টি ফরম্যাট, অনেকটা আনপ্রেডিক্টেবল। আমি এখনও অনেক বেশি আত্মবিশ্বাসী, আমার দলের ব্যাটিং ইউনিট নিয়ে। তারা অবশ্যই ভালো করবে। এটা নিয়ে আমরা কাজ করছি, যেখানেই ম্যাচ খেলছি তারা রান করছে, আমি তাদের নিয়ে আত্মবিশ্বাসী।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর