Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীর ৫, সৌম্য-তুষার-বিজয়ের ব্যাটে রান


২২ অক্টোবর ২০১৮ ১৯:৫৭

।। স্পোর্টস ডেস্ক ।।

জাতীয় ক্রিকেট লিগের টায়ার ওয়ানের ম্যাচে রংপুরে স্বাগতিকদের বিপক্ষে নেমেছিল বরিশাল বিভাগ। আর টায়ার ওয়ানের অন্য ম্যাচে খুলনায় স্বাগতিকদের বিপক্ষে নেমেছিল রাজশাহী বিভাগ। বরিশালের স্পিনার সোহাগ গাজীর ঘূর্ণিতে দিশেহারা রংপুর প্রথম দিন সবকটি উইকেট হারিয়ে তুলেছে ১৪৭ রান। আর রাজশাহীর বিপক্ষে খুলনার সৌম্য সরকার, এনামুল হক বিজয় এবং রানমেশিন তুষার ইমরান হাফ-সেঞ্চুরি পেয়েছেন।

বিজ্ঞাপন

রংপুরের ১৪৭ রানে গুটিয়ে যাওয়ার পরও স্বস্তিতে নেই বরিশাল। প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে তারা তুলেছে ৩৫ রান। রংপুরের ওপেনার রাকিন আহমেদ ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন। আরেক ওপেনার মেহেদি মারুফ করেন ১১ রান। নাঈম ইসলামের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান। ধীমান ঘোষ, তানবীর হায়দার, সোহরাওয়ার্দি শুভরা দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

বরিশালের স্পিনার সোহাগ গাজী ১৮ ওভারে ৪০ রানের বিনিময়ে তুলে নেন ৫টি উইকেট। ব্যাটিংয়ে নেমে বরিশালের ওপেনার শাহরীয়ার নাফিস ০ রানে সাজঘরে ফেরেন। মাঝে শামসুল ইসলাম ২ রানে বিদায় নেন। আরেক ওপেনার রাফসান আল মাহমুদ ১৪ এবং আল আমিন ৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন। বরিশালের দুটি উইকেটই পান সুবাশিষ রায়।

এদিকে, খুলনায় আগে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা ৭ উইকেট হারিয়ে ২৮১ রান তুলে দিন শেষ করেছে। খুলনার ওপেনার মেহেদি হাসান ১১ রানে বিদায় নিলেও আরেক ওপেনার এনামুল হক বিজয় করেন ৫৬ রান। তিন নম্বরে নামা সৌম্য সরকার ৬৬ রান করে বিদায় নেন। আর বাংলাদেশের রানমেশিন খ্যাত তুষার ইমরান ১২৭ বলে করেন ৭১ রান। এছাড়া, আফিফ হোসেন ১৪, নুরুল হাসান সোহান ২৫, জিয়াউর রহমান ৩৭ রান করেন।

বিজ্ঞাপন

রাজশাহীর সানজামুল ইসলাম তিনটি, শফিউল ইসলাম একটি, ফরহাদ রেজা দুটি, মুক্তার আলি একটি করে উইকেট পান।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর