Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শক্তিশালী কোরিয়াকে রুখে দিতে চায় বাংলাদেশ


২৪ অক্টোবর ২০১৮ ১১:৪৪

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: কড়া প্রস্তুতি চলছে এএফসি ফুটবলকে সামনে রেখে। মারিয়া-স্বপ্না-মৌসুমীদের নিয়ে দিনব্যাপী অনুশীলনের মধ্যে রেখেছেন কোচ গোলাম রাব্বানী ছোটন। রক্ষণ সামনে কিছু করে দেখানোর কৌশলটাই যেন রপ্ত করছেন ফুটবলাররা। আর দশটা টুর্নামেন্টের মতো নয় এই টুর্নামেন্ট। গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দেশকে পেয়েছে বাংলাদেশ।

তাই প্রতিপক্ষ বিচারে কৌশলও পরিবর্তন করতে হচ্ছে স্বপ্নাদের। ভালো খেলে কোরিয়াকে রুখে দিতে দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘ডি’ গ্রুপের অভিযান শুরু করতে চায় মেয়েরা। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে খেলাটি।

এই গ্রুপের অপর দুই দল হলো চাইনিজ তাইপে ও স্বাগতিক তাজিকিস্তান। এশিয়াজুড়ে চলমান বাছাইপর্বের ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপকে নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড। সেখান থেকে চার দল যাবে ২০১৯ সালে থাইল্যান্ডে হতে যাওয়া মূল পর্বে। এক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে ‘সম্ভাব্য’ গ্রুপ সেরা মনে করছে বাংলাদেশ দল।

ঢাকা ছেড়ে তাজিকিস্তান যাওয়ার আগে গত বৃহস্পতিবার কোচ ও খেলোয়াড়রা শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে মূল পর্বে যাওয়ার আশাবাদ জানিয়েছিলেন। তাদের সেই মনোভাব প্রকাশ পেয়েছে গতকাল সেখানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনেও।

কোচ গোলাম রব্বানী ছোটন অবশ্য গতকাল তাজিকিস্তানের প্রতিযোগিতা পূর্ব সংবাদ সম্মেলনে নিজেদের ভালো অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসের উপর জোর দেন। তিনি বলেন, ‘গ্রুপের সব দলই ভালো। আমাদের দলও গত ১২ মাস ধরে ভালো প্রস্তুতির মধ্যে আছে। এ মাসেই আমরা সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ জিতেছি। ’

নিজেদের শক্তি সম্পর্কে জানাতে গিয়ে কোচ ছোটন বলেন, ‘আমাদের মেয়েরা এখন ভালো অভিজ্ঞতার অধিকারী এবং এএফসি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। আমাদের এ দলটিতে কয়েকজন খেলোয়াড় আছে যারা সাফ অনূর্ধ্ব-১৫ ও এএফসি অনূর্ধ্ব -১৬ চ্যাম্পিয়নশিপে খেলেছে।’

অধিনায়ক মৌসুমি আক্তার বলেন, ‘দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ভালো একটা ম্যাচ উপহার দিতে আমরা প্রস্তুত। প্রথম খেলার ব্যাপারে প্রত্যেক খেলোয়াড়ই সিরিয়াস। প্রত্যেকেই এই খেলাটিতে নিজেদের উজাড় করে দেবে।’

কোরিয়া দলের কোচ হুট জুং জায়ে বলেন, ‘বাংলাদেশ ভালো ও সুন্দর দল। আগামীকাল বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ভালো একটা ম্যাচ হবে। যদিও বাংলাদেশের এ দলটি সম্পর্কে আমাদের ধারণা কম।’

উল্লেখ্য, এ খেলাটির পর বাংলাদেশ দল ২৬ অক্টোবর চাইনিজ তাইপে ও ২৮ অক্টোবর তাজিকিস্তানের বিপক্ষে খেলবে।

সারাবাংলা/জেএইচ


বিজ্ঞাপন
সর্বশেষ

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৪

সম্পর্কিত খবর