Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরিয়ার কাছে বিধ্বস্ত মেয়েরা


২৪ অক্টোবর ২০১৮ ১৮:৪৩

।।স্পোর্টস করেসপন্ডেন্ট।।

এএফসি অনূর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপে সম্ভাব্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষই পেয়েছে বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ কোরিয়া গ্রুপে পড়ে কিভাবে জাল রক্ষা করা যায় সেটাই বগ পরীক্ষার নাম ছিলো। পরীক্ষায় উতরে যাওয়ার কৌশল এটে মিশনে নামলেও ফুটবলের পার্থক্য বুঝলো মেয়েরা। বয়সভিত্তিক দল মিশেলে টুর্নামেন্টে নামা বাংলাদেশ অনুমিতভাবেই হজম করেছে হাফ ডজন গোল।

সাফ চ্যাম্পিয়নরা দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে ৭-০ ব্যবধানে। বিপরীতে সেভাবে কোন আক্রমণই গড়ে তুলতে পারে নি মারিয়া-স্বপ্নারা।

বিজ্ঞাপন

তাজিকিস্তানে বিকেলে শুরু হওয়া ম্যাচ শুরু থেকেই আক্রমণে কোরিয়া। ৮ মিনিটে গোলযাত্রা শুরু। ম্যাচের অতিরিক্ত সময়েও একটি গোল করেছে কোরিয়ানরা। প্রথমার্ধে যদিও সামান্য প্রতিরোধ গড়েছিলো গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। ৩-০ গোলে পিছিয়ে থেকে পরের অর্ধে আরও চার গোল খেয়ে বড় ব্যবধানে হেরে এএফসি মিশন শুরু করেছে মেয়েরা।

মিশনটা যদিও একটু কঠিন হয়ে গেলো। কারণ বাছাইপর্বে বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও আয়োজক তাজিকিস্তান। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দল ও সেরা দুই রানার্স আপ দল পাবে থাইল্যান্ডে মূল পর্বে খেলার সুযোগ। সেই অর্থে বাকী দুই ম্যাচ জেতার বিকল্প নেই মেয়েদের।

উল্লেখ্য, বাংলাদেশ দল ২৬ অক্টোবর চাইনিজ তাইপে ও ২৮ অক্টোবর তাজিকিস্তানের বিপক্ষে খেলবে।

সারাবাংলা/জেএইচ/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর