Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেরা অস্ত্র ছাড়াই বার্সার দাপুটে জয়


২৫ অক্টোবর ২০১৮ ১০:২৯

।। স্পোর্টস ডেস্ক ।।

ইনজুরির কারণে বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতালির ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে খেলতে নেমেছিল কাতালানরা। মেসিহীন ম্যাচে ইন্টারকে ২-০ গোলে হারিয়েছে সুয়ারেজ-কুতিনহো-রাফিনহারা। মাঠে না থাকলেও প্রিয় দলের খেলা দেখতে গ্যালারিতে ছিলেন মেসি। স্কোরলাইন থেকে বোঝা না গেলেও পুরো ম্যাচে দাপট দেখিয়েছে বার্সা।

ন্যু ক্যাম্পে নিজেদের মাঠে ইন্টার মিলানকে হারাতে কোনো সমস্যাই হয়নি মেসিহীন বার্সার। দলের হয়ে প্রথম গোলটি করেন রাফিনহা আর দ্বিতীয় গোলটি করেন জরডি আলবা।

প্রথমার্ধের ৭৪ শতাংশ বল নিজেদের দখলেই রেখেছিল স্বাগতিকরা। ম্যাচের ৩২তম মিনিটে বার্সাকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা। সুয়ারেজের আড়াআড়ি ক্রস থেকে ফিরতি পাসে গোল করে দলকে এগিয়ে নেন রাফিনহা।

দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে সুয়ারেজের কোনাকুনি হেড রুখে দেনেইন্টারের স্লোভেনিয়ান গোলরক্ষক সামির হান্দানোভিচ। ফিরতি বলে শট নেন কুতিনহো, তেব সেটি ক্রসবারে বাধা পায়। ৮৩ মিনিটে আলবার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। ক্রোয়েশিয়ান তারকা ইভান রাকিটিচের পাস থেকে পাওয়া বলে আড়াআড়ি শটে বল জালে জড়ান আলবা।

চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে শতভাগ সাফল্য ধরে রেখেছে বার্সা। পুরো ম্যাচের দুই-তৃতীয়াংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল কাতালানরা। লক্ষ্যে ১১টি শট থাকলেও আরনেস্টো ভালভারদের শিষ্যরা মোট শট নিয়েছিল ২১টি। তিন ম্যাচের সবকটিতে জেতা বার্সা ৯ পয়েন্ট নিয়ে আছে ‘বি’ গ্রুপের শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালির ক্লাব ইন্টার। গ্রুপের আরেক ম্যাচে পিএসভির মাঠে ২-২ গোলে ড্র করেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। দুই দলেরই পয়েন্ট ১ করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর