Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেকবার দেখে নিন লিটন-ইমরুলের ব্যাটিং


২৫ অক্টোবর ২০১৮ ১২:১৩ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ১৬:০৫

।। স্পোর্টস ডেস্ক ।।

২৪৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটি থেকেই এসেছে ১৪৮ রান। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও সেটি হাতছাড়া হয় ওপেনার লিটন দাস আর ইমরুল কায়েসের। ২৪তম ওভারে এই জুটি ভাঙে। লিটন ফেরেন ৭৭ বলে ৮৩ রান করে আর ইমরুল ফেরেন ১১১ বলে ৯০ রান করে। বাংলাদেশ জয় তুলে নেয় ৭ উইকেটে। ২-০ তে লিড নেওয়ার পাশাপাশি টাইগাররা এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে। আগামী ২৬ অক্টোবর সিরিজের তৃতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি। আর ম্যাচগুলো সরাসরি দেখার ব্যবস্থা করে দিয়েছে র‌্যাবিটহোলবিডি

আগের ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন ইমরুল। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে এসেছে সাতটি বাউন্ডারির মার। আর লিটনের ব্যাট ছিল আরও ক্ষুরধার। ১২টি চারের পাশাপাশি একটি ছক্কাও হাঁকিয়েছেন তিনি।

লিটনের ব্যাটিং হাইলাইটস:

ইমরুলের ব্যাটিং হাইলাইটস:

ছবি: শ্যামল নন্দী
সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর