Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেঞ্চুরিয়ান মুমিনুল জেতালেন দলকে


২৫ অক্টোবর ২০১৮ ১৬:২৯ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ১৬:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

প্রথম ইনিংসে শূন্য হাতে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) জাতীয় লিগে টায়ার টু’র চতুর্থ রাউন্ডের শেষ দিনে তার শতকে ভর করে ঢাকা বিভাগের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ।

কক্সবাজারে টায়ার টু’র চতুর্থ রাউন্ডের ম্যাচে ২০২ রানের লক্ষ্যে খেলতে নামে চট্টগ্রাম। দলীয় ২২ রানে দুই ওপেনার সাদিকুর রহমান (১) ও পিনাক ঘোষ (৪) আউট সাজঘরে ফেরেন। তবে এরপর আর উইকেট হারায়নি চট্টগ্রাম। তৃতীয় উইকেটে তাসামুল হককে সঙ্গী করে শতক তুলে নেন মুমিনুল হক। ১১৫ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১১ রান করেন তিনি। ১১০ বলে ১৩ চার ও ১ ছক্কায় ৮৯ রান করেন তাসামুল। দু’জনের জুটি থেকে আসে ১৮৩ রান। তাতেই জয়ের প্রান্তে পৌঁছে যায় চট্টগ্রাম।

বিজ্ঞাপন

এর আগে প্রথম ইনিংসে ২৮৮ রান তোলে ঢাকা বিভাগ। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন ওপেনার আব্দুল মজিদ। এছাড়াও শুভাগত হোম ৫৭, সাইফ হাসান ৪১, নাজমুল হোসেন মিলন ৩৫ ও শাহাদাত হোসেন ৩৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক ইয়াসির আলীর ৬০, ইফতেখার সাজ্জাদের ৪৬, মাইদুল ইসলাম অংকনের ৪০ রানে ভর করে সব উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে চট্টগ্রাম।

এরপর এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ঢাকা বিভাগ। দলীয় ৪৮ রানেই ৬ উইকেট হারায় তারা। তবে এরপর নাজমুল হোসেন মিলন ও মাহবুবুল আলম অনিক দলের হাল ধরার চেষ্টা করলেও ব্যক্তিগত ৩৯ রানে মিলন আউট হওয়ার পর ইনিংস আর বেশিদূর গড়ায়নি। ব্যক্তিগত ৩৮ রানে অনিক অপরাজিত থাকলেও ১৫১ রানেই ঢাকার ইনিংস থেকে যায়।

দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ১১টি উইকেট তুলে ম্যাচসেরা নির্বাচিত হন চট্টগ্রামের নাইম হাসান।

সারাবাংলা/এসএন

চতুর্থ রাউন্ড জাতীয় লিগ টায়ার টু মমিনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর