Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেকটি বাংলাওয়াশের অপেক্ষায় টাইগাররা


২৬ অক্টোবর ২০১৮ ১০:৫৮

।। স্পোর্টস ডেস্ক ।।

একটা সময় ছিল জিম্বাবুয়েকে প্রতিদ্বন্দ্বী ধরা হতো। দিন বদলে দিয়েছে টাইগাররা। চলতি সিরিজে সেটা আরও প্রকট। একতরফা ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল। এই ম্যাচে জিতলে আতিথ্য নেওয়া দলকে আরেকবার হোয়াইটওয়াশ করতে পারবে টাইগাররা।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছিল লাল-সবুজরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভেন্যু বদলালেও বদলায়নি টাইগাররা, সহজ জয় নিয়ে সিরিজে ২-০ তে লিড নেয়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে গত ২১ অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৮ রানে জয় পায়। আর সিরিজের দ্বিতীয় ম্যাচে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়েকে ৭ উইকেটে উড়িয়ে দেয় টাইগাররা।

ওয়ানডেতে সব শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতেই হেরেছে বাংলাদেশ। সেটি এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ২ রানের ব্যবধানে। ওদিকে, জিম্বাবুয়ে নিজেদের খেলা সব শেষ ৫ ম্যাচের পাঁচটিতেই হেরেছে। বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস আছেন দুর্দান্ত ফর্মে। এশিয়া কাপের আসরে শেষ দিকে সুযোগ পাওয়া এই বাঁহাতি ওপেনার নিজের ফর্ম ধরে রেখেছেন ঘরের মাটিতেও। প্রথম ম্যাচে ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে করেছেন ৯০ রান। তৃতীয় ম্যাচে বিশ্রামে নাও থাকতে পারেন ইমরুল। ইনজুরিতে থাকা দেশের সেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গী হতে তৃতীয় ম্যাচেও বড় স্কোরেই চোখ রাখবেন এই ওপেনার।

বিজ্ঞাপন

অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হওয়া ফজলে মাহমুদ রাব্বিকে দ্বিতীয় ম্যাচেও সুযোগ দেওয়া হয়েছিল। সেই সুযোগকে কাজে লাগাতে পারেননি। আবারো শূন্য রানেই আউট হয়েছেন। তৃতীয় ম্যাচে ভাগ্যকে পাশে পেলে আবারো ব্যাট হাতে নামতে পারেন রাব্বি। এটাই হয়তো ৩০ বছর বয়সীর প্রমাণ করবার ম্যাচ হতে পারে। মিডলঅর্ডারে মুশফিক-মাহমুদুল্লাহ রিয়াদরা সুযোগ পাননি বড় স্কোর করার। তরুণ পেস অলরাউন্ডার সাইফউদ্দিন নিজেকে প্রমাণ করেছেন। দ্বিতীয় ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা।

তৃতীয় ম্যাচে নাজমুল ইসলাম শান্ত, আরিফুল হক, রুবেল হোসেন আর আবু হায়দারকে সুযোগ করে দেওয়া হতে পারে। এই সিরিজে এখনও তাদের মাঠে নামানো হয়নি। আরিফুল গত এশিয়া কাপের পুরো আসরে জাতীয় দলের সঙ্গে থাকলেও কোনো ম্যাচ খেলতে পারেননি। জাতীয় লিগে ফিরেই দারুণ সেঞ্চুরি করেছিলেন। তৃতীয় ওয়ানডেতে দলে ঢুকেছেন সৌম্য সরকার। টিম ম্যানেজম্যান্ট দল আর পজিশন নিয়ে কী ভাবছে সেটা বলা মুশকিল।

তবে, বাংলাদেশ যে অতিথিদের আরেকটি বাংলাওয়াশের স্বাদ দিতে চাইবে সেটা বলাই যায়। এরই মধ্যে বাংলাদেশ ২৩টি ওয়ানডে সিরিজ জিতেছে। ঘরের মাঠেই জিতেছে ১৮টি সিরিজ। আর অ্যাওয়ে সিরিজে পাঁচবার সিরিজ জয়ের স্বাদ নিয়ে এসেছে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর