‘স্যার কোহলি’কে মুশফিকের অভিনন্দন
২৬ অক্টোবর ২০১৮ ১২:৩৮
।। স্পোর্টস ডেস্ক ।।
ওয়ানডে ক্রিকেটের দশ হাজার রানের অভিজাত এলিট ক্লাবে ঢুকেছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে কোহলি সবচেয়ে দ্রুততম সময়ে ১০ হাজারি ক্লাবের সদস্য হয়েছেন। সেদিন খেলেছেন অপরাজিত ১৫৭ রানের ইনিংস। আগের ম্যাচেই করেছিলেন ১৪০ রান। ক্রিকেটের সম্ভাব্য রেকর্ডগুলো ওলটপালট করে দেওয়া এই ব্যাটসম্যানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রানমেশিন মুশফিকুর রহিম।
নিজের টুইটারে বাংলাদেশের মিডলঅর্ডারের সেরা অস্ত্র মুশফিক ভারতীয় অধিনায়ক কোহলিকে অভিনন্দন জানান। সেখানে তিনি কোহলির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, Congratulations to one and only sir virat kohli for reaching 10k runs in blink of an eye.
এই এলিট ক্লাবে প্রবেশ করতে কোহলির দরকার ছিল ৮১ রান। ৯১ বলে আটটি বাউন্ডারিতে কোহলি করেন ৮১ রান। তখন কোহলির সঙ্গে উইকেটে ছিলেন আরেক দশ হাজারি ক্লাবের সদস্য এবং বর্তমানে খেলা মহেন্দ্র সিং ধোনি। পরে ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ ৩৭টি সেঞ্চুরি পূর্ণ করেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই কোহলি সেঞ্চুরি হাঁকান। ১০৭ বলে ২১টি চার আর দুটি ছক্কায় করেন ১৪০ রান।
১৮ হাজারের বেশি রান করে সর্বোচ্চ রানের দিক থেকে শচীন টেন্ডুলকার শীর্ষে থাকলেও কোহলি রয়েছেন এই তালিকায় ১৩ নম্বরে। তবে, দশ হাজারি ক্লাবের নতুন সদস্য কোহলির ব্যাটিং গড়টি আর সবার থেকে একটু বেশিই। ২১৩ ওয়ানডে ম্যাচের ২০৫ ইনিংসে ব্যাট হাতে নামা কোহলির রান ১০ হাজার ৭৬, ব্যাটিং গড় ৫৯.৬২।
কোহলি যেভাবে নিজেকে নিয়ে চলেছেন তাতে কিংবদন্তি ব্যাটসম্যানদের তালিকায় উপরের দিকে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। তার সবশেষ খেলা ১৪ ওয়ানডেতে করেছেন ৭টি সেঞ্চুরি। গত বছরের ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ে কোহলি করেন ১২১ রান। এক বছরে এরপরের ইনিংসগুলোতে তার রান যথাক্রমে ২৯, ১১৩, ১১২, ৪৬*, ১৬০*, ৭৫, ৩৬, ১২৯*, ৭৫, ৪৫, ৭১, ১৪০ এবং ১৫৭*।
সারাবাংলা/এমআরপি