তাইওয়ানের কাছে হেরে এএফসি মিশন শেষ মেয়েদের
২৬ অক্টোবর ২০১৮ ১৬:৫৩
।।স্পোর্টস করেসপন্ডেন্ট।।
দক্ষিণ কোরিয়ার কাছে বিধ্বস্ত হয়ে মিশন শুরু করা বাংলাদেশের মেয়েরা নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবার আশায় ছিলো। সেই আশা পানি ঢেলে দিলো চাইনিজ তাইওয়ান। এএফসি ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাইওয়ানের কাছে বাংলাদেশ হেরেছে।
এএফসি অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে মারিয়া-স্বপ্না-মণিকাদের।
প্রথম ম্যাচে শক্তিশালী কোরিয়ার কাছে ৭-০ ব্যবধানে হেরেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। মূলপর্বে পা রাখতে পরের ম্যাচে জয়ের বিকল্প ছিল না। ঘুরে দাঁড়াবার ম্যাচে ২-০ ব্যবধানে হেরে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে থামতে হলো মেয়েদের।
মিশনটা কার্যত শেষ হয়ে গেল সাফ চ্যাম্পিয়নদের। কারণ প্রত্যেক গ্রুপ থেকে সেরা দল সরাসরি চলে যাবে বাছাইপর্ব থেকে মূলপর্বে। আর ছয় গ্রুপ থেকে সেরা দুই রানার্স আপ দল পাবে থাইল্যান্ডে মূল পর্বে খেলার টিকিক। টানা দুই ম্যাচ হেরে সেই স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। শেষ ম্যাচ আয়োজক দেশ তাজিকিস্তানের সঙ্গে।
তাজিকিস্তানের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে আজ শুক্রবার (২৬ অক্টোবর) ম্যাচের শুরু থেকে যদিও আধিপত্য দিয়ে খেলেছে মেয়েরা। তবে, জালের সন্ধান মেলেনি ছোটনের শিষ্যদের। উল্টো ৪১ মিনিটে গোল খেয়ে পিছিয়ে গেছে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটে আরও একটি গোল হজম করে দেশের মেয়েরা (২-০)। এরপর ম্যাচে ফিরে আসতে পারে নি স্বপ্না-মৌসুমীরা। এই হারে মূল পর্বে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ বাঘিনীদের। টানা দুই ম্যাচে জিতে মূল পর্বে যাওয়ার স্বপ্ন জিইয়ে রাখলো তাইওয়ান।
উল্লেখ্য, বাংলাদেশ দল ২৮ অক্টোবর তাজিকিস্তানের বিপক্ষে খেলবে। শেষ ম্যাচে অন্তত জয়ের স্মৃতি নিয়ে দেশে ফিরতে চাইবে বাংলাদেশ।
সারাবাংলা/জেএইচ
এএফসি অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ চাইনিজ তাইপে তাইওয়ান বাংলাদেশ