সেঞ্চুরিতে ফিরলেন সেই সৌম্য
২৬ অক্টোবর ২০১৮ ২১:১৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ২২:১১
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
একের পর এক ছয় আছড়ে পড়ছে গ্যালারিতে। ডাউন দ্য উইকেটে এসে অনায়াসে খেলছেন দারুণ সব শট। কে বলবে, গত ১০ ওয়ানডে ইনিংসে তার কোনো ফিফটি নেই? মনে হচ্ছিল তিন বছর আগের সেই সৌম্যই যেন ফিরে এসেছেন।
অথচ এই সিরিজে তার খেলার কথাই ছিল না। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের মূল দলে তিনি ছিলেন না ডাক পেয়েছেন হুট করে, এক দিন জাতীয় লিগ খেলা অবস্থায়। খুলনার হয়ে খেলা স্থগিত রেখেই বিমানে চড়েছেন চট্টগ্রামের, নামার পর সকালে ঐচ্ছিক অনুশীলনে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। শুক্রবার (২৬ অক্টোবর) সুযোগ পাবেন, সেটা তখনও জানা ছিল না। মাশরাফি বিন মুর্তজা অবশ্য আভাস দিয়েছিলেন, তিনি নামতে পারেন।
সেই নামাটাও এমন একটা সময়ে হলো, বাংলাদেশ প্রথম বলেই হারিয়ে ফেলেছে লিটন দাসকে। সৌম্য নামলেন তিনে, কার্যত আসলে ওপেনিংয়ে। শুরুতে সঙ্গী ইমরুলই ছিলেন একটু বেশি আগ্রাসী, সৌম্য পেলেন ৫৪ বলে ফিফটি। এর মধ্যে একটি ছয়ও মেরেছেন। কিন্তু ঝড়টা শুরু করলেন এর পরেই, ফিফটি থেকে সেঞ্চুরি পর্যন্ত করতে খেললেন ২৭ বল। ৮১ বলে পেলেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, তিন বছর আগে প্রথমটি পেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে করেছিলেন ম্যাচ জেতানো ৯০। এরপর দেশের মাটিতে আর কোনো ফিফটিই ছিল না তার।
সেই সৌম্য এভাবে ফিরবেন, সেটা কে ভেবেছিল?
ছবি: শ্যামল নন্দী
সারাবাংলা/এএম/এসএন