ইনজুরিতে এনগারাভা, বাংলাদেশের বিপক্ষে টেস্টে এমপোফু
২৯ অক্টোবর ২০১৮ ১৫:২৯
।। স্পোর্টস ডেস্ক ।।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলবে জিম্বাবুয়ে। এর আগেই ইনজুরির কারণে ছিটকে গেলেন জিম্বাবুয়ের বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ৩ অক্টোবর (শনিবার) শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই টেস্ট ম্যাচে টেস্ট অভিষেক হওয়ার কথা ছিল এনগারাভা। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে গ্রোইন ইনজুরিতে পড়েন এই পেসার। এ নিয়ে মাত্র ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন জিম্বাবুইয়ান এই পেসার। যেখানে ৮টি উইকেট আছে তার ঝুলিতে।
এনগারাভা পরিবর্তে টেস্ট দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার ক্রিস্টোফার এমপোফু। ৩২ বছর বয়সি এই পেসার এ নিয়ে জিম্বাবুয়ের জার্সিতে ১৫টি টেস্ট, ৮০টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ১৫ টেস্টে বল হাতে ২৯ উইকেট আছে তার। এছাড়াও ৮০টি ওয়ানডেতে ৮৮ এবং ২৪টি টি-টোয়েন্টিতে ২০ উইকেট আছে তার সংগ্রহে।
টেস্ট সিরিজে জিম্বাবুয়ে স্কোয়াড:
হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্র্যান্ডন মাভুতা, জন নিউম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা এবং ক্রিস্টোফার এমপোফু।
সারাবাংলা/এসএন
ক্রিস্টোফার এমপোফু বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ রিচার্ড এনগারাভা সিলেট