শাকিলের ৪ উইকেট, সেঞ্চুরির আক্ষেপ রাকিন-রনির
২৯ অক্টোবর ২০১৮ ১৯:২৭
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
বৃষ্টির জন্য জাতীয় লিগের দুইটি ম্যাচের খেলা হয়নি। রংপুর ও বগুড়ায় অবশ্য বাগড়া দিতে পারেনি বৃষ্টি, দুইটি খেলাই হয়েছে সেখানে। প্রথম দিন শেষে শক্ত অবস্থানে আছে ঢাকা বিভাগ, রংপুর-রাজশাহীর ম্যাচটা আছে সমতায়।
রংপুরে রাজশাহীর বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের, ওপেনার ফারদীন হাসান অনিককে হারিয়ে ফেলেছে ৩৩ রানে। এরপর মাহমুদুল হাসান ও রাকিন আহমেদ দ্বিতীয় উইকেট জুটিতে হাল ধরেছেন। দু’জনের ৭৬ রানের জুটিটা বিচ্ছিন্ন হয়ে যায় ৩৬ রানে মাহমুদুলের আউটে। রাকিন অবশ্য সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত আউট হয়ে গেছেন ৭৯ রান করে। সেটি ছিল সানজামুলের প্রথম শিকার। এরপর সোহরাওয়ার্দী শুভ ও তানভীর হায়দারকেও ফিরিয়ে দিয়েছেন সানজামুল। ৫ উইকেটে ২৩০ রান নিয়ে দিন শেষ করেছে রংপুর। ৬৩ রানে অপরাজিত আছেন নাঈম ইসলাম, ১৩ রানে ব্যাটিং করছেন ধীমান ঘোষ। ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম।
ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর ম্যাচটা ছিল ঘটনাবহুল। শুরুতে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ঢাকা মেট্রো। মাত্র তিন জন ব্যাটসম্যান ছুঁতে পেরেছেন দুই অঙ্ক, সর্বোচ্চ ১৪ রান করেছেন মোহাম্মদ আশরাফুল। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার, ৮ উইকেটে ৫৯ রান তোলার পর ইনিংস ঘোষণা করেছে ঢাকা মেট্রো। ১০০ রানের নিচে অলআউট হলে পয়েন্ট হারাতে হতো অনেক, সেটি হিসেব করেই ঢাকার এই সিদ্ধান্ত। ঢাকা বিভাগের হয়ে ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার সালাউদ্দিন শাকিল, ৩ উইকেট নিয়েছেন সুমন খান।
ব্যাট করতে নেমে ঢাকা বিভাগ ম্যাচটা নিজেদের মুঠোয় নিয়ে নিয়েছে। ৩১ রানে ওপেনার রকিবুল হাসানকে হারালেও সাইফ হাসান ও রনি তালুকদারের ১২০ রানের জুটি পথ দেখিয়েছে ঢাকা বিভাগকে। সাইফ ৪৯ রানে আউট হয়েছেন, আর ৮৬ রান করে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও পাওয়া হয়নি রনির। ৩ উইকেটে ১৬৭ রান নিয়ে দিন শেষ করেছে ঢাকা বিভাগ। মেট্রোর হয়ে ২৭ রানে ২ উইকেট নিয়েছেন কাজী অনীক।
সারাবাংলা/এএম/এসএন