Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটকে খেলতে দিন’


৩০ অক্টোবর ২০১৮ ১৩:১৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ১৪:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতিতে জড়িত থাকার কারণে নিষেধাজ্ঞা পেয়েছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। নিষেধাজ্ঞা এখনো কাটেনি। তবে, এবার তাদের পক্ষে কথা বলেছে অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। দোষী তিন ক্রিকেটারকে এবার খেলার অনুমতি দেয়া উচিৎ বলে মনে করছে এসিএ।

এক বছর করে নিষেধাজ্ঞা পেয়েছেন ওয়ার্নার-স্মিথ, আর ৯ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্যানক্রফট। এর মধ্যে অবশ্য অনুমতি নিয়ে ঘরোয়া লিগে খেলেছেন তিন ক্রিকেটার। তবে দেশের জার্সিতে খেলার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে আরো কয়েক মাস বাকি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংগঠন এসিএ বলছে, তিন ক্রিকেটারই দোষ স্বীকার করার পর যথেষ্ট শাস্তি পেয়েছে। তাই এবার তাদেরকে দেশের জার্সিতে খেলার অনুমতি দেয়া উচিৎ।

বিজ্ঞাপন

সোমবার (২৯ অক্টোবর) এসিএ সভাপতি গ্রেগ ডায়ার ক্রিকেট অস্ট্রেলিয়াকে উদ্দেশ্য করে বলেন, সবদিক থেকে চিন্তা করে এবার তিন ক্রিকেটারের শাস্তি কমানো দরকার, ‘এরমধ্যে তারা অনেক সময় হারিয়েছে। এই সময়ে অস্ট্রেলিয়ার হয়েও তারা  খেলতে পারেনি। জনগণের অপমান সহ্য করেছে এবং আর্থিক জরিমানাও দিয়েছে। যথেষ্ট শাস্তি হয়েছে, তারা অনুতপ্ত। এবার তাদেরকে খেলতে দেয়া উচিৎ।’

তবে দায়টা যে ক্রিকেট অস্ট্রেলিয়ারও নেয়া দরকার ছিল, সেটাও বললেন ডায়ার, ‘অপরাধটা খেলোয়াড়দের, তবে ক্রিকেট অস্ট্রেলিয়াকেও এই দায় নিতে হবে।’

খেলোয়াড়দের শাস্তি কমিয়ে খেলতে দেয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের এসিএ কঠোর হতে পারে বলেও ইঙ্গিত দেন ডায়ার।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর