জরিমানা গুনতে হচ্ছে চেলসি কোচকে
৩১ অক্টোবর ২০১৮ ১২:১১
।। স্পোর্টস ডেস্ক ।।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত ২০ অক্টোবর মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। সেদিন ম্যাচের যোগ করা সময়ে রস বার্কলের গোলে ২-২ গোলে ড্র করে চেলসি। শেষদিকের গোলে ড্র করে বুনো উদযাপন করেন চেলসি সহকারি কোচ মার্কো ইয়ান্নি। যে কারণে ৬ হাজার পাউন্ড জরিমানা গুনতে হচ্ছে তাকে।
চেলসি কোচ মাউরিজিও সারির দ্বিতীয় সহকারী মার্কো ইয়ান্নি। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে বার্কলের গোলের পর মরিনহোর ঠিক সামনে এসে বুনো উদযাপন করেন তিনি। যে কারণে এমন উল্লাস মেনে নিতে না পেরে মেজাজ হারান ইউনাইটেড কোচ। এ কারণেই ইয়ান্নিকে ৬ হাজার পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা।
সেদিন ম্যাচ শেষেই ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে এমন উদযাপন করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছিলেন চেলসির কোচ সারি। সাবেক চেলসি কোচকে (মরিনহো) সম্মান দেয়া উচিৎ বলেই মন্তব্য করেন তিনি।
সারাবাংলা/এসএন