Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে দিল্লির হয়ে খেলবেন ধাওয়ান


৩১ অক্টোবর ২০১৮ ১৩:৩৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ১৩:৪১

।। স্পোর্টস ডেস্ক ।।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলসের হয়েই শুরু করেছিলেন ভারতের বাঁহাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ান। এবার ১১ বছর পর নিজ শহর দিল্লিতেই ফিরছেন ভারতের এই ওপেনার। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির জার্সিতে খেলবেন তিনি।

আইপিএলের প্রথম আসরে ধাওয়ান খেলেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। এরপর দুই আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পর চলে যান ডেকেন চার্জার দলে। এরপর ২০১৩ সাল থেকে খেলছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

ধাওয়ানকে এবার দলে নিতে তিন ক্রিকেটারকে ছাড়তে হয়েছে দিল্লির। বিজয় শঙ্কর, অভিষেক শর্মা ও শাহবাজ নাদিমকে ছেড়েই এবার ধাওয়ানকে দলে ভিড়েছে তারা। এর আগে গত বছর ৫ কোটি ২০ লাখ রুপিতে ধাওয়ানকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই দামে খুশি ছিলেন না বাঁহাতি এই ব্যাটসম্যান। এবার তাকে ছেড়ে দেয়ার বিনিময়ে বিজয় শঙ্কর, অভিষেক শর্মা ও শাহবাজ নাদিমকে দলে নিয়েছে হায়দরাবাদ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে স্কোয়াডের বাইরে আছেন ধাওয়ান। তবে এবার ১ বছর পর ঘরোয়া লিগে ফিরছেন রঞ্জি ট্রফি দিয়ে।

সারাবাংলা/এসএন

আইপিএল দিল্লি ডেয়ারডেভিলস সানরাউজার্স হায়দরাবাদ