Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং অনুশীলনটাও হলো না জিম্বাবুয়ের


৩১ অক্টোবর ২০১৮ ১৯:০৪

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

টেস্টের আগে চট্টগ্রামে একটিই মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল জিম্বাবুয়ে। তিন দিনের ম্যাচের প্রথম দুই দিনে বৃষ্টির জন্য খেলা সেভাবে মাঠে গড়াতেই পারেনি। অবশেষে আজ তৃতীয় দিনে এসে একটু মাঠে নামার সুযোগ পেয়েছে জিম্বাবুয়ে।

বিসিবি একাদশের বিপক্ষে ব্যাটিং অনুশীলনটা অবশ্য খুব একটা ভালো হয়নি তাদের, ৫ উইকেটে ১৪৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে। জবাবে ৫৬ রানে ২ উইকেট নিয়ে দিন শেষ করেছে বিসিবি একাদশ।

আগের দিনই ব্রায়ান চারিকে তুলে নিয়েছিলেন রুবেল হোসেন। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ রান ওঠার পর ক্রেইগ আরভিনকে ফিরিয়ে দিয়েছেন এবাদত হোসেন। ২২ রানে ব্রেন্ডন টেলরও এবাদতের শিকার, তবে টেলর হয়েছেন বোল্ড। ৫৫ রানে রেজিস চাকাভাকে ফিরিয়ে দিয়েছেন আফিফ হোসেন। এরপর শন উইলিয়ামস ও সিকান্দার রাজা কিছু রান তোলার পর উইলিয়ামস স্বেচ্ছা অবসরে গিয়ে অন্যদের বল করার সুযোগ করে দিয়েছেন। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৪৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে জিম্বাবুয়ে। রাজা অপরাজিত ছিলেন ৩২ রানে।

নাজমুল হোসেন শান্তর সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন অলরাউন্ডার আরিফুল হক। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি, ৪ রান করে আউট হয়ে গেছেন কাইল জার্ভিসের বলে। মিজানুর ১৯ রান করার পর তাঁকে ফিরিয়ে দিয়েছেন বার্ল। শেষ পর্যন্ত ২ উইকেটে ৫৬ রান তুলেছে বিসিবি একাদশ। নাজমুল হোসেন শান্ত অপরাজিত ছিলেন ২২ রানে, ১ রানে ব্যাট করছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত।

সারাবাংলা/ এএম/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর