Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কষ্টের জয় বার্সার, নয়া সোলারির রিয়াল চমক


১ নভেম্বর ২০১৮ ১৩:২৫

।। স্পোর্টস ডেস্ক।।

জয় দিয়ে কোপা দেল রের শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বার্সেলোনা। তবে শেষ বত্রিশের প্রথম লেগে তৃতীয় বিভাগের দল কালচারাল লিওনেসার বিপক্ষে জয়টা সহজে আসেনি। শেষ মুহূর্তে ক্লেমেন্ট লেংলেটের একমাত্র গোলে জিতেছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। অন্যদিকে লোপেতেগির বরখাস্তের পর নয়া সোলারি জয় এনে দিয়েছে রিয়ালকে।

ন্যু ক্যাম্পে গত রোববার এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচের শুরু থেকে খেলা সবাইকে বাইরে রেখে বুধবার রাতে লিওনেসার বিপক্ষে একাদশ সাজান বার্সা কোচ ভালভার্দে।

প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় সারির দল নিয়ে নামা বার্সা পুরো ম্যাচে গোলের জন্য মরিয়া থাকলেও গোল আসছিল না। অবশেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯১ মিনিট) গোল করে বার্সাকে স্বস্তির জয় এনে দেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা লেংলেট। উসমান ডেম্বেলের ফ্রি-কিক থেকে হেডে বল জালে পাঠান ফরাসি এই ডিফেন্ডার।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মার্কোস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লিওনেসা। এর আগে বেশ কয়েকটি দারুণ সেভ করে তাদের গোলবঞ্চিত করেন বার্সার ডাচ গোলগোরক্ষক ইয়াসপার সিলিসেন।

হুলেন লোপেতেগুই বরখাস্ত হওয়ার পর তার কাঁধেই উঠেছে রিয়াল মাদ্রিদের দায়িত্ব। রিয়ালের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া সান্তিয়াগো সোলারির শুরুটা হলো জয় দিয়ে। কোপা দেল রের শেষ বত্রিশের প্রথম লেগে তৃতীয় বিভাগের দল মেলিলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ‘লস ব্ল্যাঙ্কোস’রা।

গত রোববার এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৫-১ গোলের বিব্রতকর হারের পরদিনই রিয়ালের কোচের পদ থেকে বরখাস্ত হন লোপেতেগুই। এরপর দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয় রিয়াল যুব দলের কোচ ও সাবেক রিয়াল খেলোয়াড় সোলারিকে।

বিজ্ঞাপন

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে গ্যারেথ বেল, টনি ক্রুস ও লুকা মডরিচকে বিশ্রাম দিয়েছিলেন সোলারি। শুরুর একাদশে ছিলেন সার্জিও রামোস, করিম বেনজেমা, মার্কো অ্যাসেনসিওরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল রিয়ালের। ২৮ মিনিটে আসে প্রথম গোল। দলকে লিড এনে দেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাসেনসিও।

বাকি দুই গোল হয়েছে ম্যাচের শেষ দিকে। ৭৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আলভারো অড্রিওজলা। আর যোগ করা সময়ে স্বাগতিকদের কফিনে চতুর্থ পেরেকটি ঠুকে দেন ক্রিস্টো গঞ্জালেজ।

আগামী ৫ ডিসেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে ও ন্যু ক্যাম্পে হবে  দুই দলের শেষ বত্রিশের দ্বিতীয় লেগ। শেষ চার মৌসুমেই কোপা দেল রের শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর