Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসজির সঙ্গে চুক্তি বাড়ল ডি মারিয়ার


২ নভেম্বর ২০১৮ ১৩:২৬ | আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১৩:২৮

।। স্পোর্টস ডেস্ক ।।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০১৫ সালের জুলাইয়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) আসেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। এবার ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বেড়েছে তার। পিএসজিতে ২০২১ সালের জুন পর্যন্ত থাকবেন এই আর্জেন্টাইন।

এ নিয়ে পিএসজির জার্সিতে ১৪৯ ম্যাচে মাঠে নেমেছেন ডি মারিয়া। যেখানে ৫৭টি গোল আছে তার ঝুলিতে। এছাড়াও নিয়মিত পারফরম্যান্স ধরে রেখেছেন তিনি। পিএসজির অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে নতুন চুক্তি হয়েছে ৩০ বছর বয়সী আর্জেন্টাইন এই মিডফিল্ডারের। মেয়াদ বেড়েছে দুই বছর।

নতুন চুক্তিতে বেশ খুশি ডি মারিয়া, ‘প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায় আমি খুব খুশি। প্যারিসে শেষ তিন বছর আমার খুব ভালো লাগছে, যেখানে নিজের সেরা খেলা উপহার দিতে প্রয়োজনীয় সবই আছে। এমন একটি জায়গায় অংশ নিতে পেরে সম্মানিত ও অনুপ্রাণিত বোধ করছি।’

ফরাসি ক্লাবটির হয়ে আরো ভালো কিছু উপহার দিতে চান ডি মারিয়া, ‘আমাদের অনেক বড় কিছু পাওয়ার বাকি আছে। সতীর্থদেরকে সঙ্গে করে পিএসজিকে আন্তর্জাতিকভাবে আরো উপরে নিয়ে যেতে চাই।’

সারাবাংলা/এসএন

অ্যাঞ্জেল ডি মারিয়া আর্জেন্টিনা চুক্তি পিএসজি মিডফিল্ডার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর