Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মিথ-ওয়ার্নার বিশ্বমানের খেলোয়াড়: শচীন


২ নভেম্বর ২০১৮ ১৫:৫১

।। স্পোর্টস ডেস্ক ।।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির সঙ্গে জড়িত থাকায় নিষেধাজ্ঞায় আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজেও তাই পাওয়া যাচ্ছে না অজি এই দুই ক্রিকেটারকে। তবে দু’জনকেই বিশ্বমানের খেলোয়াড় বলেই মনে করেন ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার।

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি ও তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞার কারণে এই সিরিজে থাকছেন না অজি তিন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। বৃহস্পতিবার (১ নভেম্বর) এই সিরিজকে নিয়ে কথা বলেছেন শচীন।

নিষেধাজ্ঞা পাওয়া অজি তিন ক্রিকেটারের শাস্তি কমানোর জন্য এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছে আবেদন করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। তবে সেই আবেদন পেলেও শাস্তি কমায়নি সিএ। তিন ক্রিকেটারের শাস্তি কমানোর প্রসঙ্গে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি শচীন। ‘ভালো ক্রিকেট’ দেখতে চান বলেই মন্তব্য করেছেন ভারতীয় এই গ্রেট। তবে, ওয়ার্নার ও স্মিথকে ‘বিশ্বমানের খেলোয়াড়’ বলে মন্তব্য করেছেন তিনি।

অজি এই তিন ক্রিকেটারকে আবারো মাঠে দেখতে চান ভারতীয় কিংবদন্তি, ‘আমি অবশ্যই চাই ভালো ক্রিকেট হোক (অস্ট্রেলিয়াতে)। তারা দু’জন (স্মিথ এবং ওয়ার্নার) বিশ্বমানের খেলোয়াড়। ওদের শাস্তিটা কমানো উচিৎ কি না, সে বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। কিন্তু ওদেরকে মাঠে দেখলে ভালো লাগবে। এর মানে এটা নয় যে, আমি শাস্তির বিচারে হস্তক্ষেপ করছি। সবমিলিয়ে এটাই বলবো, ওরা বিশ্বমানের খেলোয়াড়।’

আগামী মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার স্টিভ স্মিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর