Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ মুহূর্তে ভাগ্যকে পাশে পেয়েছে রিয়াল মাদ্রিদ


৪ নভেম্বর ২০১৮ ১১:০০

।। স্পোর্টস ডেস্ক ।।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে রুখেই দিয়েছিল আতিথ্য নেওয়া রিয়াল ভায়াদোলিদ। ম্যাচের শেষ মুহূর্তে ভিনসিয়াস জুনিয়র আর অধিনায়ক সার্জিও রামোস গোল করলে জয় পায় খেই হারিয়ে ফেলা স্বাগতিক রিয়াল মাদ্রিদ। রিয়াল ভায়াদোলিদকে ২-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। লা লিগায় রিয়াল মাদ্রিদ পাঁচ ম্যাচ ধরে ছিল জয়হীন। এর আগে লিগে সবশেষ তারা জিতেছিল গত ২২ সেপ্টেম্বর, এস্পানিওলের বিপক্ষে। হুলেন লোপেতেগুইকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন কোচ সোলারির অধীনে জয় তুলে নিয়ে অবশেষে স্বস্তি পেল রিয়াল মাদ্রিদ।

গ্যারেথ বেল, করিম বেনজেমা, লুকা মদ্রিচ, টনি ক্রুস, মার্কো অ্যাসেনসিওরা ম্যাচে সেভাবে নিজেদের তুলে ধরতে পারেননি। ম্যাচের ৮৩তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনসিয়াস জুনিয়র গোল করলে এগিয়ে যায় স্বাগতিক রিয়াল মাদ্রিদ। আর ম্যাচের ৮৮ মিনিটে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক রামোস। ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ড বেনজেমা ফাউলের শিকার হলে স্পটকিকের নির্দেশ দিয়েছিলেন রেফারি।

সান্তিয়াগো সোলারির অধীনে বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে রিয়াল। গত বুধবার কোপা দেল রেতে তৃতীয় সারির ক্লাব মেলিয়ার মাঠ থেকে জয় তুলে নিয়েছিল। এবার লিগেও তার অধীনে জয় পেল রিয়াল মাদ্রিদ।

টেবিলের শীর্ষে থাকা বার্সার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪। ১১ ম্যাচে সাত জয় ও তিন ড্র করেছে আরনেস্টো ভালভারদের শিষ্যরা। অন্য ম্যাচে অবনমন অঞ্চলে থাকা লেগানেসের মাঠে ১-১ গোলে ড্র করা অ্যাতলেতিকো মাদ্রিদ ২০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। রিয়াল ভায়াদোলিদকে ২-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ ষষ্ঠ স্থানে উঠে এসেছে। বেল-বেনজেমা-রামোসদের পয়েন্ট ১৭।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর