রুনিকে মিস করেন রোনালদো
৫ নভেম্বর ২০১৮ ১৫:০২
।। স্পোর্টস ডেস্ক ।।
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো আর ইংলিশ তারকা ওয়েইন রুনি একসঙ্গে কাটিয়েছেন পাঁচ মৌসুম। ওল্ড ট্রাফোর্ডে দু’জনের স্মৃতিও আছে অনেক। তাই বন্ধু রুনির সঙ্গে ইউনাইটেডের জার্সিতে খেলাটা মিস করছেন রোনালদো।
দু’জনের বয়স ৩৩ বছর। ইউনাইটেডের জার্সিতে দুর্দান্ত সময় একসঙ্গে পার করেছেন ফুটবল বিশ্বের এই দুই তারকা। দু’জনের একসঙ্গে কাটানো পাঁচ মৌসুমে সবমিলিয়ে জিতেছেন ৮টি শিরোপা। ২০০৯ সালে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে গেছেন রোনালদো। এরপর থেকে আর বন্ধু রুনির সঙ্গে একই জার্সিতে নামা হয়নি সিআর সেভেনের।
রুনিকে নিয়ে রোনালদো বলেন, ‘সে (রুনি) সতীর্থ হিসেবে অসাধারণ। গোল করার যথেষ্ট সামর্থ্য আছে তার। দলের গুরুত্বপূর্ণ সময়েই সে স্কোর করে। আমার কাছে সে অসাধারণ। সবাই তাকে ভালোবাসতো। সে অসাধারণ একজন খেলোয়াড়। আমি এবং সতীর্থরা তাকে ‘পিট বুল’ বলে ডাকতাম।’
তবে এই মৌসুমে রিয়াল ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে আসা রোনালদো বলছেন, একই দলের জার্সিতে আর হয়তো মাঠে নামা হবে না বন্ধু রুনির সঙ্গে, ‘আমার মনে আছে, যখন তার (রুনি) কাছে বল থাকত না, তখন সে দুর্দান্ত হয়ে উঠতো। তার শট ছিল অসাধারণ। সে অনেক অসাধারণ গোল আছে তার। এখন আমি কি বলবো? একসঙ্গে খেলাটা মিস করি। তবে ভবিষ্যতের কথা কেউ বলতে পারবে না, হয়তো আবারো কোন একদিন একসাথে খেলবো।’
সারাবাংলা/এসএন