Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোকোভিচকে চমকে দিলেন খাচানোভ


৫ নভেম্বর ২০১৮ ১৫:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

প্যারিস মাস্টার্সের ফাইনালে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচকে চমক দিলেন রাশিয়ান তারকা কারেন খাচানোভ। রোববার (৪ অক্টোবর) আসরের ফাইনালে জোকোভিচকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম মাস্টার্স ১০০০ পর্যায়ের শিরোপা জিতে নিলেন খাচানোভ।

এর আগে শনিবার (৩ অক্টোবর) সেমিফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে প্যারিস মাস্টার্সের ফাইনালে ওঠেন জোকোভিচ। ফাইনালে ফেভারিট ছিলেন টানা ২২ ম্যাচে অপরাজিত থাকা জোকোভিচ। তবে সার্বিয়ান তারকাকে এবার হারিয়েই ছাড়লেন খাচানোভ। ৭-৫ ও ৬-৪ তাকে গেমে হারিয়ে জয়ের সঙ্গে শিরোপার স্বাদ নিলেন ২২ বছর বয়সী রাশিয়ান তারকা।

বিজ্ঞাপন

বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে এবার ১১ নম্বরে জায়গা করে নিচ্ছেন খাচানোভ।

সারাবাংলা/এসএন

কারেন খাচানোভ টেনিস নোভাক জোকোভিচ প্যারিস মাস্টার্স