উয়েফার টুর্নামেন্ট খেলবে মেহেদী-উচ্ছ্বাসরা
৫ নভেম্বর ২০১৮ ১৮:৩০
।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: সাফ চ্যাম্পিয়ন কিশোরদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ট্রায়াল থেকে ৩০ জন ফুটবলার নিয়ে তিন বছরের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ অভিভাবক।
সঙ্গে একটি চার জাতি টুর্নামেন্টে অংশ নিতে চলেছে বাংলাদেশ। সেখানে খেলবে সাফ জয়ী কিশোররা। মূলত ইউরোপীয়ান ফুটবল সংস্থার (উয়েফা) আওতাধীনে টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে থাইল্যান্ডে। মোস্তফা আনোয়ার পারভেজের কোচিংয়ে কিশোরদের নিয়ে মঙ্গলবার (০৬ নভেম্বর) সিলেট শাখার বিকেএসপিতে শুরু হবে আবাসিক ক্যাম্প।
হাতে একমাস সময় পাচ্ছে মেহেদী-উচ্ছ্বাসরা। সাফ জয়ীরা এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে।
সোমবার (৫ নভেম্বর) বাফুফে ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীন আহমেদ। তিনি বলেন, ডিসেম্বরের ৪ থেকে ১২ তারিখ পর্যন্ত থাইল্যান্ডে চার জাতির টৃর্নামেন্ট হবে। আয়োজক থাইল্যান্ড ছাড়াও থাকছে মালদ্বীপ, সাইপ্রাস ও বাংলাদেশ। এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে অনূর্ধ্ব ১৫ দল।
তিন বছরের চুক্তিতে কিশোরদের মাসিক বেতন দেয়ার আশ্বাস দিয়ে সালাউদ্দীন জানান, ‘বিজয়ের জন্য বাফুফে থেকে সাফ জয়ী প্রত্যেক সদস্যকে ১ লাখ টাকা করর দেয়া হবে।’
আশ্বাস দিয়ে এর আগেও কোন কিছু না করার ঐতিহৌ থেকে বেরোতে পারে বাফুফে। কি হবে এখন সময় বলে দিবে।
সারাবংলা/জেএইচ/এসএন