Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমার কাছে কোচ হিসেবে লোপেতেগুই সেরা’


৬ নভেম্বর ২০১৮ ১২:১১

।। স্পোর্টস ডেস্ক ।।

চ্যাম্পিয়নস লিগের পর রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়েছিলেন ফরাসি কোচ জিনেদিন জিদান। এরপর রিয়াল কোচের দায়িত্বে আসেন স্পেনের সাবেক কোচ হুলেন লোপেতেগুই। তবে দলের বাজে পারফরম্যান্সের কারণে দায়িত্ব হারান তিনি। তবে বহিষ্কার হওয়া হুলেন লোপেতেগুইকেই সেরা কোচ বলে মনে করেন স্প্যানিশ রাইট ব্যাক দানি কার্ভাহাল।

রাশিয়া বিশ্বকাপের পর থেকে সবমিলিয়ে ১৪টি ম্যাচে রিয়ালের হয়ে দায়িত্ব পালন করেছেন লোপেতেগুই। যেখানে ছয় ম্যাচ জয়, ছয়টিতে হার এবং দুইটি ম্যাচে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা। ক্যাম্প ন্যু’তে মেসিবিহীন বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতেও ৫-১ গোলের ভরাডুবি হয়েছে দলটির। যে কারণে লোপেতেগুইকে কোচের দায়িত্ব থেকে ছাটাই করেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

স্প্যানিশ এক টেলিভিশনের সাক্ষাতকারে দানি কার্ভাহাল বলেন, তার দেখা সবচেয়ে সেরা কোচ লোপেতেগুই। কার্ভাহাল বলেন, ‘আমার দেখা সেরা কোচ লোপেতেগুই। তবে দুর্ভাগ্যবশত আমাদের সঙ্গে তাঁর ভাগ্য সহায় ছিল না।’

কার্ভাহাল আরো বলেন, ‘তিনি ফুটবলকে যেভাবে দেখেন, যেভাবে দলের স্কোয়াড নিয়ন্ত্রণ করেন, খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন, আমি সেটাই শেয়ার করছি। খেলা দেখার অভিজ্ঞতাও আমার আছে। লোপেতেগুই রিয়াল মাদ্রিদে আসার পর বলেছি, আবারো বলছি।’

সারাবাংলা/এসএন

কোচ দানি কার্ভাহাল রিয়াল মাদ্রিদ হুলেন লোপেতেগুই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর