Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুঃখ প্রকাশ করলেন ভারপ্রাপ্ত দলপতি মাহমুদুল্লাহ


৬ নভেম্বর ২০১৮ ১৮:৫৫

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

সিলেটের অভিষেক টেস্টে জিম্বাবুয়ের কাছে ১৫১ রানের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। ৫ বছর পর বাংলাদেশকে হারিয়ে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে জিম্বাবুয়ে। সফরকারীরা ১৭ বছর পর অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে। তাতে কোনো অজুহাত খোঁজেননি স্বাগতিক দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত দলপতি।

ওয়ানডেতে দুর্দান্ত বাংলাদেশ সিলেট টেস্টে লড়াইও করতে পারেনি। সাড়ে তিন দিনেই ম্যাচ হেরে গেছে স্বাগতিকরা। এ নিয়ে টানা আট ইনিংসে দুইশর নিচে গুটিয়ে গেল বাংলাদেশ। এর মধ্যে দেড়শ ছুঁতে পেরেছে কেবল দুইবার। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। দুই ইনিংসে বাংলাদেশের রান ১৪৩ ও ১৬৯।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ জানালেন, বারবার ব্যাটিং ব্যর্থতার দায়ভার আমরা নিতে চাই না। এটা বাংলাদেশের ভাবমূর্তির ব্যাপার। আমরা দেশের জন্য খেলছি, দলের জন্য খেলছি, অবশ্যই আমাদের বাংলাদেশ ক্রিকেটকে কিছু ফেরত দিতে হবে। কোনোরকম অজুহাত দেয়া ঠিক হবে না। আমরা সত্যিই বাজে ব্যাটিং করেছি। ব্যাটিংয়ে আমরা ব্যর্থ হয়েছি। অধিনায়ক হিসেবে এবং ক্রিকেটার হিসেবে এটা মানা কষ্টকর। স্টেডিয়ামে দর্শকরা এসেছে আমাদের ভালো খেলা দেখতে। আমরা পারফর্ম করতে পারিনি। এটার জন্য আমরা দুঃখিত। বাংলাদেশের ক্রিকেটের আগেও বাজে সময় এসেছে, তখনও আমরা ঘুরে দাঁড়িয়েছি। আশা করি, সমর্থকরা আমাদের পাশেই থাকবেন, সবাই মিলে আবার ঘুরে দাঁড়াব।

স্বাগতিক দলপতি আরও যোগ করেন, আমরা বিশ্বাস করি দল হিসেবে আমরা অবশ্যই ভালোভাবে ফিরতে পারব। এই বিশ্বাস আমাদের সবার মধ্যেই আছে। সবার পক্ষ থেকে এটুকুই বলতে পারি, কোনো কিছু আমরা সহজে নেব না। ঢাকা টেস্টে ভিন্ন বাংলাদেশকে দেখতে পাবেন।

বিজ্ঞাপন

আগামী ১১ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এরই মধ্যে দুই দলের মুখোমুখি ১৫ দেখায় কিছুটা এগিয়ে গেছে জিম্বাবুয়ে। ৭টি ম্যাচ জিতেছে তারা, বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচ। আর বাকি তিনটি ম্যাচ ড্র হয়।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর